লিগজয়ের আশা ছেড়ে কাশ্মীরের বিরুদ্ধে জয়কেই প্রাধান্য মহমেডান কোচ শঙ্করলাল চক্রবর্তীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ম্যাচে গোকুলামের বিরুদ্ধে হারের জেরে আইলিগ জয়ের আশা শেষ হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। এবার বৃহস্পতিবার আইলিগের শেষ ম্যাচে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে জয়কেই প্রাধান্য দিতে চাইছেন কোচ শঙ্করলাল চক্রবর্তী।
এই নিয়ে সাংবাদিক সম্মেলনে শঙ্করলাল চক্রবর্তী বলেছেন, “আমরা এই ম্যাচটিকে অন্যান্য ম্যাচের মতই দেখব। আমরা সব সময় টেবিলের উপরে থাকার চেষ্টা করি। আমাদের আর একটি খেলা বাকি রয়েছে এবং আমরা চেষ্টা করব যাতে শেষ ম্যাচের শেষ মিনিটি অবধি লড়াই চালিয়ে যাব। খেলোয়াড়রা উৎসাহিত হবে যদি এই মরশুম একটি ভালো উপায়ে শেষ হয়। আমরা একটি ভালো দলের বিরুদ্ধে খেলব এবং কোচ অত্যন্ত অভিজ্ঞ। এটি জরুরি যে আমাদের একটি ভারসাম্যযুক্ত দল রয়েছে, কিন্তু হ্যাঁ, আমি কিছু পরিবর্তন করব। কিছু খেলোয়াড়দের ম্যাচ টাইম দেব যারা বেঞ্চে বসে ছিল।“
এই মুহুর্তে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মহমেডান পঞ্চম স্থানে রয়েছে। যদি ষষ্ঠ স্থানে থাকা রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে জেতে সাদা-কালো ব্রিগেড, আর চার্চিল ব্রাদার্সের কাছে হেরে যায় রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, তাহলে পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উঠবে মহমেডান।
এদিকে নিজের দলের খেলোয়াড়দের পারফর্মেন্স নিয়ে খুশি শঙ্করলাল। তিনি বলেছেন, “ছেলেরা অসম্ভব পরিশ্রম করেছে এবং আমি আমার টিমকে নিয়ে গর্বিত যে আমরা এতদূর এসে পৌঁছেছি। যদিও, মহমেডান ক্লাবের মান অনুযায়ী, আমরা ভালো করতে পারিনি এবং নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। প্রচুর ভুল হয়েছে যা আমরা এড়িয়ে যেতে পারতাম, কিন্তু যা হওয়ার তা হয়ে গিয়েছে এবং আমরা তা পরিবর্তন করতে পারব না। আমরা এগিয়ে যাব এবং নিজেদের ভুলগুলিকে শোধরাব যাতে আমরা ভালো খেলতে পারি।“