দুরন্ত লড়াই করে হাতছাড়া জয়, পাঞ্জাবের দাপটে আটকাল ব্ল্যাক প্যান্থার্সরা

রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি – ৩ (চেঞ্চো গিলহেটসেন – ২, আশিস ঝা)
মহমেডান স্পোর্টিং ক্লাব – ৩ (ফইসল আলি, পেদ্রো মানঝি, আজহারউদ্দিন মল্লিক)
সব্যসাচী ঘোষ : আবারও দুর্দান্ত একটি ম্যাচের স্বাক্ষী থাকল ভারতীয় ফুটবল। এদিন আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটিকে দুর্দান্তভাবে জমিয়ে দিয়েছে পাঞ্জাব এফসি ও মহমেডান স্পোর্টিং। আক্রমণ ও প্রতি আক্রমণের দুরন্ত মিশেলে যেন প্রকৃত বিজয়ী হয়েছে ফুটবল।
শুরু থেকেই দুই দল মুহুর্মুহু আক্রমণ করে চলেছিল, একাধিক সুযোগ পেয়েও সেগুলি নষ্ট করে দুই দলই। ৩৪ মিনিটে প্রীতম সিংয়ের পাসে দারুণ হেড করে পাঞ্জাবকে এগিয়ে দেন চেঞ্চো। আর তারপর সেই একই খেলা চলে দুই দলের মধ্যে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে পাঞ্জাবকে দ্বিগুণ লিড দেন চেঞ্চো। ৪৬ মিনিটে আকাশ সাঙ্গওয়ানের পাসে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এই ভুটানিজ ফুটবলার। কিন্তু এরপর যেন জেগে ওঠে সাদা-আকালো ব্রিগেড। ১০ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে দুর্ধর্ষ কামব্যাক করে ব্ল্যাক প্যান্থার্সরা। ৫৯ মিনিটে ফইজল আলি, ৬৪ মিনিটে পেদ্রো মানঝি, আর ৬৫ মিনিটে পরিবর্ত হিসেবে নামা আজহারউদ্দিন মল্লিক এসে এই ঐতিহাসিক কামব্যাক সম্পন্ন করেন।
কিন্তু সমতায় ফেরার জন্য প্রবল আক্রমণ শুরু করে পাঞ্জাব এফসি। চেঞ্চো-বেইতিয়া-পাপা দিওয়ারার ত্রিফলায় সাদা-কালো ডিফেন্সে চাপ পড়ে। চোট পেয়ে বেরিয়েও যেতে হয়ে মহমেডানের ডিফেন্সের স্তম্ভ কিংসলেকে। আর অফুরন্ত আক্রমণের ফল পায় পাঞ্জাব। ৮৮ মিনিটে গোল করে পাঞ্জাবকে সমতায় এনে দেন আশিস ঝা। আর শেষ অবধি ড্র হয় এই দুর্দান্ত ম্যাচটি।