মহমেডান স্পোর্টিংয়ের দায়িত্ব নিলেন অভিজ্ঞ রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনাই সত্যি হল, অভিজ্ঞ রাশিয়ান কোচ আন্দ্রে আলেক্সেইভিচ চেরনিশভ দায়িত্ব নিলেন মহমেডান স্পোর্টিংয়ের। শুক্রবার এই খবর ঘোষণা করে মহমেডান স্পোর্টিং। গত দুই দশক ধরে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করা এই রাশিয়ান এই প্রথমবার ভারতের কোনও ক্লাবের দায়িত্ব নেবেন।
২০০২ সালে রাশিয়ার অনুর্ধ্ব ২১ দলের দায়িত্ব নিয়েছিলেন চেরনিশভ। এছাড়া স্পার্টাক মস্কো, ডিনামো বিলিসি, ভিটেবস্ক, ডিনামো ব্রিয়ানস্ক এবং আকঝায়িকের মত ক্লাবে হেড কোচের দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় হিসেবে ১৯৯০ সালে অনুর্ধ্ব ২১ পর্যায়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন দলের সদস্য ছিলেন। এছাড়া ১৯৯২ সালের ইউরোতে স্বাধীন প্রদেশের কমনওয়েলথের হয়ে অংশ নিয়েছিলেন চেরনিশভ।
৫৩ বছর বয়সী এই কোচের আগমণ নিয়ে মহমেডানের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক দানিশ ইকবাল বলেছেন, "আমরা খুশি আন্দ্রে চেরনিশভকে হেড কোচ হিসেবে আনতে পেরে এবং আমাদের বিশ্বাস যে ওনার মধ্যে সেই যোগ্যতা রয়েছে ক্লাবকে সাফল্য দেওয়ার জন্য। চেরনিশভ যুব খেলোয়াড়দের তুলে ধরতে পছন্দ করেন। আর মহমেডান স্পোর্টিংয়ের যে লক্ষ্য, অর্থাৎ ভারতীয় প্রতিভাকে তুলে ধরা, তার সাথে চেরনিশভ অনেক ভালোভাবে মানিয়ে নেবেন।"
গত মরশুমে দীর্ঘ সাত বছর পর আইলিগের মূলপর্বে উঠেছিল মহমেডান স্পোর্টিং, চ্যাম্পিয়নশিপ পর্বেও যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু শেষ অবধি সাফল্য অর্জন করতে পারেনি সাদা-কালো ব্রিগেড। এখন দেখার, চেরনিশভের অধীনে মহমেডান স্পোর্টিং পুরোনো দিনের সাফল্য আবারও ফিরে পায় কিনা।