তোয়ালে চোর থেকে উইম্বলডনের নতুন রাণী, অদ্ভুত কাহিনী ইগা সুইয়াটেকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাত্র ২৫ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতে একাধিক কীর্তি গড়েছেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক। ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ স্ট্রেট সেটে হারিয়ে অনায়াসে খেতাব জিতেছেন সুইয়াটেক।
তবে সবুজ ঘাসের নতুন রাণীকে পুরো প্রতিযোগিতা জুড়ে তোয়ালে চুরির অপবাদ শুনে যেতে হয়েছে সুইয়াটেককে। যার জন্য চ্যাম্পিয়ন হওয়ার পর সুইয়াটেককে বিশেষ তোয়ালে উপহার দেওয়া হয়েছে উইম্বলডনের তরফ থেকে। কিন্তু আসল ঘটনাটি কী?
প্রতিযোগিতা জুড়ে প্রায়শই ক্যামেরায় ধরা পড়েছে, প্র্যাক্টিস হোক বা ম্যাচের শেষে নিজের কিটব্যাগে এক ডজনের বেশি তোয়ালে ভরে নিয়েছিলেন সুইয়াটেক। যার জেরে এমন অপবাদ পেয়েছিলেন তিনি। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আয়োজকদের তরফ থেকে তারই নামাঙ্কিত একটি তোয়ালে উপহার দেওয়া হয় সুইয়াটেককে। যা পেয়ে আনন্দে আত্মহারা হন পোলিশ খেলোয়াড়।
iga’s reaction to receiving the towel with her name. i love her???????????? pic.twitter.com/Wk6CZpESsb
— nabald | 22???? (@andys_murray) July 12, 2025
ইতিমধ্যেই বিশ্ব টেনিসে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সুইয়াটেক। ২৫ বছর বয়সে জিতে নিয়েছেন চারটি ফরাসি ওপেন, একটি ইউএস ওপেন ও একটি উইম্বলডন। ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলে ছয়টিতেই জিতেছেন সুইয়াটেক। শুধু অস্ট্রেলিয়ান ওপেন জেতা বাকি সুইয়াটেকের, গত বছর সেমি ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি।