লর্ডসের লাঞ্চে টিক্কা-কোর্মার বাহার, জমজমাট শুভমনদের মধ্যহ্নভোজন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিকেটপ্রেমী হিসেবে সকলেরই জানতে ইচ্ছে করে, টেস্ট ম্যাচে লাঞ্চের সময়ে ক্রিকেটাররা কী খান? বিভিন্ন দেশে সেই জায়গার খাবারের আধিক্য থাকে বেশি। কিন্তু ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া - ভারতীয় দল সফরে গেলে সেখানে ভারতীয় খাবারের প্রভাব দেখা যাবেই।
তেমনই দেখা গেল চলতি লর্ডস টেস্টের লাঞ্চের মেনুতে। চতুর্থ দিনের লাঞ্চের মেনু সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে যেমন ছিল টমেটো অ্যান্ড বেসিল স্যুপ, চিকেন অ্যান্ড ওয়াইল্ড মাশরুম লাসানে, তেমনই বাসমতি চালের সাথে রয়েছে চিকেন টিক্কা কারি, পনীর কোর্মা, ডালের মত সুস্বাদু ভারতীয় খাবারও।
এছাড়াও মেনুতে ছিল কড মাছের ফাইল ও ক্রিস্পি হোয়াটবেইট, বাটারনাট স্কোয়াশ স্পিন্যাচ অ্যান্ড জিরোল রিসোট্টো, প্রনস উইথ মেরি রোস সস, নতুন আলু মাখা ও বিনস-মটর ভাজা। সেই লাঞ্চ খেয়েই হয়ত উজ্জীবিত বোলিং করেছেন ওয়াশিংটন সুন্দররা। যার জেরে ১৯৩ রানে ইংল্যান্ডকে অল আউট করে দেয় ভারতের বোলাররা।