ডিফেন্সকে শক্তিশালী করতে পাঞ্জাব এফসির তরুণ ডিফেন্ডার হর্মিপামকে নিতে চলেছে কেরালা ব্লাস্টার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে একেবারে হতশ্রী পারফর্ম করেছে কেরালা ব্লাস্টার্স। মূলত ডিফেন্সিভ ভুলের জেরে জেতা ম্যাচ একাধিকবার হেরে গিয়েছে কেরালা। আর সেই কারণে এবার ডিফেন্সকে জোরদার করতে এবার তরুণ ডিফেন্ডার হর্মিপামকে তুলে নিতে চলেছে কেরালা ব্লাস্টার্স।
জানা গিয়েছে, আইলিগ শেষ হওয়ার পর রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির এই ডিফেন্ডারকে প্রস্তাব দিয়েছে কেরালা, কথাবার্তাও অনেকটা চুড়ান্ত হয়ে গিয়েছে। ফলে কার্যত বলাই যায়, হর্মিপামকে সই করতে অনেকটাই এগিয়েছে কেরালা।
এবারের আইলিগে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে শেষ ম্যাচ বাদে প্রতিটি ম্যাচ খেলেছেন মনিপুরি এই ডিফেন্ডার, যার মধ্যে সাতটিতে ক্লিনশিট রেখেছেন হর্মিপাম। এর আগে গুয়াহাটির সাই থেকে উঠে আসা হর্মিপাম খেলেছেন মিনার্ভা পাঞ্জাবের যুব দলে। এরপর ইন্ডিয়ান অ্যারোজে এক মরশুম খেলে যোগ দেন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিতে। ফলে এই ২০ বছরের ডিফেন্ডারকে নিয়ে নিঃসন্দেহে লাভবান হবে কেরালা, তা বলাই যায়।