আইলিগে দুরন্ত ফর্মে থাকা বিদ্যাসাগর সিংকে দীর্ঘমেয়াদি চুক্তির অফার করল কেরালা ব্লাস্টার্স

সব্যসাচী ঘোষ : চলতি আইলিগে অসাধারণ ফর্মে রয়েছেন তরুণ স্ট্রাইকার বিদ্যাসাগর সিং। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মহমেডান স্পোর্টিং এবং রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক মেরেছেন বিদ্যা। ১১ গোল করে এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন ট্রাউ এফসির এই ফুটবলার। আর এর জেরে বেশ কিছু ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে মরিয়া।
জানা গিয়েছে, বিদ্যাসাগর সিংকে নিতে মরিয়া ভূমিকা নিয়েছে কেরালা ব্লাস্টার্স। ইতিমধ্যেই বিদ্যা ও তার এজেন্টের সাথে কথা বলা শুরু করেছে কেরালা ব্লাস্টার্স। শোনা যাচ্ছে, দীর্ঘমেয়াদী চুক্তির অফার করা হয়েছে এই তরুণ স্ট্রাইকারকে। মরশুম শেষে চুক্তি শেষ হওয়ার দরুণ ফ্রি এজেন্ট হিসেবে বিদ্যাকে দ্রুত তুলে নিতে চাইছে কেরালা।
একাধিক ক্লাবই বিদ্যাকে নিতে আগ্রহ দেখালেও সব থেকে পজিটিভ অফার দিয়েছে এখনও অবধি কেরালাই। ফলে সম্ভাবনা বেশ জোরালো যে বিদ্যাসাগর আগামী মরশুমে নিজের আইএসএল অভিষেক হলুদ জার্সি পড়েই করতে পারেন।