কঠিন লড়াই লড়েও এশিয়ান কাপ থেকে বিদায় ভারতীয় ফুটবল দলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ হল ভারতের এশিয়ান কাপ সফর। পরপর তিনটি ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি সুনীলরা। যার ফলে এশিয়ান কাপ থেকে বিদায় নিতে হল তাদের।
আরও পড়ুন- অনুশীলনে চোট পেলেন শ্রেয়স আইয়ার, স্পিনারদের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিল-যশস্বীর
হারলেও প্রশংসনীয় ফুটবল খেলেছে ভারতীয় দল। তিন ম্যাচে ছয় গোল খেলেও তুলনামূলক ভাবে ভারতের ডিফেন্স লাইন খুবই প্রশংসনীয়। বিশেষত এদিন শুভাশিস বোস একক দক্ষতায় বহু গোলমুখি শট আটকে দিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার সাথে দুই গোলের ব্যবধানে, উজবেকিস্তানের বিপক্ষে তিন গোলের ব্যবধানে হেরেছিল ভারত। এবং আজকে সিরিয়ার কাছে ১ গোলে হারল ভারত।
প্রথমার্ধে স্কোর ছিল ০-০। প্রথমার্ধে ভারতের গোলে ১২ টি শট নেয় সিরিয়া। এক্ষেত্রে ভারতের ডিফেন্সের প্রশংসা করা উচিত। তবে দ্বিতীয়ার্ধের শুরু তেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান।এর পর ৭৬ মিনিটের মাথায় গোল করেন সিরিয়ার তারকা স্ট্রাইকার ওমার খিরবিন। ২০১৭ সালে এশিয়ার সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছিলেন তিনি। খেলা শেষে ফলাফল দাঁড়ায় ১-০। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়ে যায় সিরিয়া।
আরও পড়ুন- সুপার কাপ সেমিফাইনালের আগে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ কুয়াদ্রাতের
এশিয়ান কাপে গ্রুপ পর্যায় ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই হতাশ ভারতীয় ফুটবল মহল। বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও অনেক দূর, এশিয়ান কাপের নক আউট পর্যায় যাওয়াও অনেক কঠিন ভারতীয় দলের জন্য। সামনেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে। তৃতীয় রাউন্ডে কী যেতে পারবে ভারতীয় দল? উত্তরের অপেক্ষাতেই রয়েছেন ভারতীয় ফুটবল ভক্তরা।