"এখনো অনেক কাজ করতে হবে"- ভারতের এশিয়ান কাপ বিদায়ে কি বললেন ইগর স্টিম্যাচ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গতকালই সিরিয়ার বিরুদ্ধে এক গোলের ব্যবধানে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে ভারত। তিনটি ম্যাচ খেলে কোনটিতেই জিততে পারেনি সুনীল বাহিনী। অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে দুই গোল এবং তিন গোলের ব্যবধানে হেরেছে তারা। স্বভাবতই পয়েন্ট টেবিলে একদম শেষে অবস্থান করেছে তারা। ফলস্বরূপ এশিয়ান কাপ থেকে বিদায়। এই ব্যাপারে কি জানালেন জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ? চলুন দেখে নেওয়া যাক।
পরিসংখ্যানের দিক দিয়ে দেখলে, এর আগের অর্থাৎ ২০১৯ এর এশিয়ান কাপে তুলনামূলক ভাবে ভালো খেলেছে ভারত। সেবারেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। তবে থাইল্যান্ডের বিরুদ্ধে তারা ৪-১ এর ব্যবধানে জয়লাভ করে তারা। তবে বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহীর এর কাছে পরাস্ত হয়ে সেবার এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিল তারা।সেখানে তারা দৃঢ় মনোভাবের পরিচয় দেয়।
আরও পড়ুন- সুপার কাপ সেমিফাইনালে বোরহার পরিবর্তে এই তরুণ তুর্কিকে খেলাতে পারেন কার্লেস কুয়াদ্রাত
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভারতের খেলা নিয়ে জানিয়েছেন কোচ। তিনি গর্বিত খেলোয়াড়দের মধ্যে লড়াকু মনোভাব থাকায়। এছাড়াও ভক্তদের তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। দলের জয়ের সম্ভাবনা নিমিত্ত জেনেও তারা অক্লান্তভাবে সমর্থন করে গেছে দলকে।
কোচ ইগর স্টিম্যাচ লিখেছেন , “ সমর্থকদের হতাশা আমি বুঝতে পারছি। একইভাবে সেই হতাশা অনুভব করতে পারছি। দলের খেলোয়াড়রা সেভাবে উচ্চ স্তরের খেলা না খেললেও তারা যে নিজের সবটুকু দিয়ে খেলেছে তাদের জন্য আমি গর্বিত। এই ধরনের টুর্নামেন্টগুলির জন্য আমাদের আরো প্রস্তুত হতে হবে। ধারাবাহিকভাবে উচ্চস্তরে খেলতে হবে। দল নিয়ে আরো অনেক ভাবনাচিন্তা করতে হবে এবং এখনো অনেক কাজ করতে হবে।”
শেষে দেশের পাশাপাশি কাতারের ভক্তদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। তিনি এও বলেছেন , “ আপনাদের সকলের ভালোবাসা আমি অনুভব করি এবং তার প্রশংসা করি।”