অজিদের বিরুদ্ধে হেরেও, দলের পারফরমেন্সে গর্বিত ইগর স্টিমাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শনিবার এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অজি ঝড় পুরোপুরি রুখতে না পারলেও অনেকক্ষণ ঠেকিয়ে রাখতে পেরেছিলেন সন্দেশ ঝিঙ্গন, শুভাশিস বোসরা। এই লড়াইকে কুর্নিশ করছেন সকলেই। অস্ট্রেলিয়া ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।
আরও পড়ুন: “কুছ তো লোগ কহেঙ্গে”- গানের মাধ্যমে কীসের ইঙ্গিত যুবরাজ সিংয়ের?
দলের কোচ ইগর স্টিমাচ, তার দলের ফুটবলারদের পারফরম্যান্সে বেশ খুশি। শনিবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''অস্ট্রেলিয়া যেহেতু শারীরিক ভাবে এগিয়ে, তাই আমরা জানতাম এটা আমাদের পক্ষে একটা কঠিন ম্যাচ হতে চলেছে। ফল যা হয়েছে, তাতে খুশি হওয়ার কারণ নেই। কিন্তু সব মিলিয়ে অনেক ইতিবাচক দিক পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়া যে দুটো গোল করেছে, সেগুলো কিন্তু ওদের অসাধারণ খেলার ফল নয় বরং আমাদের দায়িত্বজ্ঞনহীনতায় ওরা এই গোল দুটো পায়।''
ম্যাচের ৫০ মিনিটে বাঁদিক থেকে একটি ক্রস ভেসে আসলে, গুরপ্রীত সিং সান্ধু এগিয়ে সেভ করতে আসেন। তবে বাঁচাতে পারেননি। প্রথমার্ধের লড়াই এক মুহূর্তের ভুলে নষ্ট হয়। ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এর পর ৭৩ মিনিটে ফের ভুল করেন গুরপ্রীত। তাঁর সঙ্গে অবশ্য নিখিল পূজারিও নিজেকে মেলে ধরতে পারেননি। ম্যাচের ৭২ মিনিটে দুই পরিবর্ত ফুটবলারের সৌজন্যে দ্বিতীয় গোল পেয়ে যায় অজিরা।
দলের পারফরম্যান্সে কেন তিনি খুশি, তার ব্যাখ্যা দিয়ে স্টিমাচ বলেন, “আমরা অস্ট্রেলিয়াকে প্রথমার্ধে কোনও গোল করতে দিইনি, কোচ হিসেবে এটা আমার খুশি হওয়ার অন্যতম কারণ। প্রথমার্ধে আমরা একটাই ভাল সুযোগ পাই, সেটা বাইরে চলে যায়। আমরা তখন গোল পেতে পারতাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলতে পারিনি। আসলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অভিজ্ঞতাই ওদের এক্ষেত্রে এগিয়ে রাখে। ওরা ভাল গেম রিডার। এই সব পরিস্থিতিতে ওদের প্রতিক্রিয়া অনেক ভাল হয়। বিশেষ করে সেকেন্ড বলের ক্ষেত্রে ওরা আমাদের খেলোয়াড়দের চেয়ে বেশি দক্ষ। যাই হোক, সব মিলিয়ে আমি খুশি। অস্ট্রেলিয়ার মতো দলের কাছে হেরেছি। এ বার আমাদের পরের দুটো ম্যাচের দিকে তাকাতে হবে। এ বার আমাদের আসল প্রতিযোগিতা শুরু হবে।''