'বাজপাখি' শিল্টন পালকে নিতে আগ্রহ দেখাল আইলিগের নয়া ক্লাব শ্রীনিধি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৪ বছর ধরে মোহনবাগানের তিনকাঠির শেষ প্রহরী হিসেবে দায়িত্ব সামলানোর পর গত মরশুমে ভবানীপুর ও চার্চিল ব্রাদার্সের হয়ে দায়িত্ব সামলেছেন ভারতীয় ফুটবলের বাজপাখি শিল্টন পাল। এবার এই অভিজ্ঞ গোলকিপারকে পেতে আগ্রহ দেখাল আইলিগের নয়া ক্লাব শ্রীনিধি এফসি।
আগামী আগস্ট মাসে শিল্টনের সাথে চুক্তি শেষ হবে চার্চিলের। আর সেই কারণে নিজেদের অভিষেকে এই অভিজ্ঞ বঙ্গতনয়কে নিয়ে বাজিমাত করতে চায় শ্রীনিধি এফসি। জানা গিয়েছে, বিশাখাপত্তনমের এই দলের শর্টলিস্টে রয়েছে শিল্টনের নাম। এর জন্য বড় বেতন দিতেও পিছপা হবে না শ্রীনিধি, জানিয়েছে ক্লাবের এক শীর্ষকর্তা।
গত মরশুমে আইলিগ দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে ভবানীপুর এফসির হয়ে খেলেছিলেন শিল্টন। এরপর চার্চিল ব্রাদার্সের হয়ে এক মরশুমের চুক্তিতে সই করেন তিনি। এবারের আইলিগের নয়টি ম্যাচ খেলেছেন শিল্টন, যেখানে ১১টি গোল ও চারটি ক্লিনশিট রেখেছেন তিনি। আইলিগে তাঁর অভিজ্ঞতা নিঃসন্দেহে নবাগত শ্রীনিধি এফসির জন্য মূল্যবান হয়ে উঠবে।