স্বপ্নপূরণ গোকুলামের, দুরন্ত কামব্যাকে আইলিগের যোগ্য বিজয়ী

গোকুলাম কেরালা এফসি - ৪ (শারিফ মুখাম্মাদ, এমিল বেনি, ডেনিস আন্টয়ি, মহম্মদ রশিদ)
ট্রাউ এফসি - ১ (বিদ্যাসাগর সিং)
সব্যসাচী ঘোষ : অবশেষে স্বপ্নপূরণ, দীর্ঘসময়ের লড়াইয়ের অবসান হল খেতাব জয়ের। আন্ডারডগ হিসেবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এসে শেষ অবধি খেতাব জিতল গোকুলাম কেরালা এফসি। ট্রউ এফসি এফসিকে হারিয়ে খেতাব জিতে নিল।
প্রথমার্ধে বেশ ভালো আক্রমণ করছিল দুই পক্ষই। তবে ২৪ মিনিটে গোল করে ট্রাউকে এগিয়ে দেন বিদ্যাসাগর সিং। নিজের অসাধারণ ফর্মকে বজায় রেখে ট্রাউকে খেতাব জয়ের স্বপ্ন দেখিয়েছেন বিদ্যা, আর ম্যাচডের শেষ দিনে আবারও সেই স্বপ্নপূরণের সওদাগর হলেন তিনি। আর এর জেরে প্রথমার্ধে এগিয়ে থেকে শেষ করে ট্রাউ।
তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ কামব্যাক করে গোকুলাম। ৭০ মিনিটে আফগান মিডফিল্ডার শারিফ মুখাম্মাদ গোল করে সমতায় আনেন গোকুলামকে। এরপর যেন পুরো ম্যাচ জুড়ে গোকুলামের দাপট। ৭৭ মিনিটে এমিল বেনি গোল করে এগিয়ে দেন গোকুলামকে। আর তারপর ডেনিস আন্টয়ি এবং মহম্মদ রশিদ গোল করে আইলিগ কেরালার নামে করে দেয়।