জহুরির কাজে নেমে পড়লেন গোকুলাম কোচ অ্যানেস, স্টিম্যাচকে জবাব দিতে চান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম বার আইলিগ জেতার আনন্দে গত কয়েকদিন মেতে ছিল গোকুলাম এফসি। কোঝিকোড়ে এসে ট্রফি নিয়ে সেলিব্রেশন এবং পার্টি করা হয়েছে। কিন্তু এবার কাজে নেমে পড়লেন ইতালীয় কোচ ভিনসেঞ্জো আলবের্তো অ্যানেস এবং ফিটনেস কোচ গার্সিয়া। এপ্রিলের এই গরমের মধ্যেও তিন ঘন্টার যাত্রাপথে ত্রিশূর গেলেন এই দুইজন।
কিন্তু ঠিক কি কারণে? আসলে ত্রিশূরের কর্পোরেশন স্টেডিয়ামে গোকুলাম কেরালার রিজার্ভ টিম কেরালা প্রিমিয়ার লিগে কেরালা পুলিশের বিরুদ্ধে খেলছে। আর সেই ম্যাচ দেখতে হাজির হয়েছেন অ্যানেস এবং গার্সিয়া। আর সেখানে নয়া প্রতিভা খুঁজতে ব্যস্ত এই দুই বিদেশী কোচ।
এই নিয়ে অ্যানেস বলেছেন, “আমি ফুটবল থেকে বেশিদিন দূরে থাকতে পারব না। আমি দেখতে চাই যে আমি আরও একটি এমিল বেনি, ভিনসি ব্যারেটো বা অ্যালেক্স সাজিকে তুলে আনতে পারি কিনা।“ এবারের আইলিগে এই তিন ফুটবলার দারুণ পারফর্ম করেছেন, এবং এটি তাদের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট। শুধু এরাই নন, নাওচা, জিথিন এমএস, থাহির জামান, মায়াকান্নান, সেবাস্তিয়ান থাংমুয়াংসাং, জাস্টিন জর্জের মত তারকা ফুটবলার উঠে এসেছে এবারের আইলিগে।
এদিকে আইএসএলের সকল কোচ এবং ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অ্যানেস। আইএসএলের কোচেরা যেখানে বেশি দাম দিয়ে বিদেশী খেলোয়াড় কিনতে ব্যস্ত, সেখানে জাতীয় দলের কোচ আইলিগের খেলোয়াড় নেওয়া নিয়ে আগ্রহী নন। আর এই নিয়ে সরব হয়েছেন গোকুলামের হেডস্যার।
তিনি বলেছেন, “আমি অন্য কোচদের স্টাডি করতে পছন্দ করি। আমি দেখি আইএসএলের অধিকাংশ কোচেরা ব্যক্তিগত লক্ষ্য অর্জনের উপর জোর দেন। ওনাদের আরও বেশি কাজ করা উচিত তরুণ খেলোয়াড়দের শুটিং, ড্রিবলিং, জাম্পিং, পাসিং প্রমুখের মত স্কিলগুলির উন্নতি করতে।“
এরপর তিনি বলেছেন, “আমি এখানে এসেছি আমার কেরিয়ারকে উন্নত করতে এবং বর্তমান জাতীয় দলের কোচের থেকে ভালো কিছু করতে চাই।“