মহমেডানের আত্মবিশ্বাসকে ভেঙে দিল গোকুলামের ঝোড়ো আক্রমণ, আন্টোয়ির জোড়ায় শীর্ষে গোকুলাম

মহমেডান স্পোর্টিং ক্লাব - ১ (সুজিত সাধু)
গোকুলাম কেরালা এফসি - ২ (ডেনি আন্টোয়ি - ২)
সব্যসাচী ঘোষ : চার্চিলের বিরুদ্ধে অসাধারণ জয়ের পর আর এক শক্তিশালী প্রতিপক্ষ গোকুলামের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু গোকুলামের শক্তি ও ক্ষিপ্রতায় মাত খেয়ে গেল সাদা-কালো ব্রিগেডের যাবতীয় হুঙ্কার। ঘানার ফরোয়ার্ড ডেনিস আন্টোয়ির জোড়ায় মহমেডানের লিগজয়ের আশায় বড় ধাক্কা লাগল।
শুরু থেকেই দুই দল প্রবল আক্রমণ করছিল। তবে মহমেডান যেন বারেবারে গোকুলামের খেলোয়াড়দের শক্তির সাথে পেরে উঠছিল না। এরই মধ্যে নিজের প্রতিভা দেখিয়ে দেন আন্টোয়ি। ২০ মিনিটে কার্যত একাই চেস্ট ট্র্যাপ করে মহমেডানের এক ডিফেন্ডারকে শিল্ড করে দারুণ গোল করে এগিয়ে দেন গোকুলামকে। এরপর ৩৪ মিনিটে ডানদিক থেকে এগিয়ে এসে বেশ সরু কোণ থেকে প্রিয়ন্তকে পরাস্ত করেন আন্টোয়ি।
এরপর দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণ করে মহমেডান। বল নিজেদের কাছে রেখে গোলমুখী আক্রমণ হানছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু গোকুলামের গোলকিপার উবেদ এবং ডিফেন্স লাইনের সামনে তেমন সুবিধা করতে পারছিল না মহমেডান। এই পরিস্থিতিতে ৮৫ মিনিটে মহমেডানের হয়ে আশার আলো জাগান সুজিত সাঁধু। তীর্থঙ্কর সরকারের পাসে গোল করেন সুজিত। কিন্তু সেই কাঙ্খিত দ্বিতীয় গোলটি এল না মহমেডানের। শেষ অবধি পরাজয়ের সম্মুখীন হয় ব্ল্যাক প্যান্থার্সরা।
এই জয়ের সাথে সাথে লিগ টেবিলে ট্রাউকে সরিয়ে শীর্ষে চলে এল গোকুলাম কেরালা। অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল মহমেডান।