ইস্টবেঙ্গলের 'বাতিল' বিদ্যাসাগর সিংয়ের হ্যাটট্রিকে হাত কামড়াচ্ছেন লাল-হলুদ সমর্থকরা

সব্যসাচী ঘোষ : গতকাল আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ট্রাউ এফসির বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হয়েছে মহমেডান স্পোর্টিং। আর ট্রাউয়ের এই দুর্ধর্ষ জয়ের কারিগর ছিলেন তরুণ স্ট্রাইকার বিদ্যাসাগর সিং। ২২ বছরের এই মনিপুরি স্ট্রাইকার তিনটি দর্শনীয় গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন, আর তারই সাথে এবারের আইলিগে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি গোল করেছেন বিদ্যা।
আর বিদ্যাসাগরের এমন পারফর্মেন্স দেখে কার্যত হাত কামড়াচ্ছেন ইস্টবেঙ্গলের অসংখ্য সমর্থক। চলতি আইএসএলে ফর্মে থাকা ভারতীয় স্ট্রাইকারের অভাব ভুগেছে এসসি ইস্টবেঙ্গল। জেজে, হরমনপ্রীত, বলবন্ত সিংয়ের অফ ফর্মের জেরে গোলের অভাবে ভুগছিল লাল-হলুদ ব্রিগেড। গোটা টুর্নামেন্টে কেবল একজনই ভারতীয় গোল স্কোরার এসেছে, আর সেটি ডিফেন্ডার সার্থক গোলুই।
আইএসএল শুরুর আগে বড়সড় খেলোয়াড় ছাটাই করেছিল ইস্টবেঙ্গল ক্লাব, তার মধ্যে ছিলেন বিদ্যাসাগর সিং। এরপর আইলিগের দল ট্রাউ এফসিতে যোগ দেন বিদ্যা। কিন্তু এই দুরন্ত হ্যাটট্রিকের ফলে লাল-হলুদ সমর্থকরা ভাবছেন, হয়ত বিদ্যা থাকলে গোলের অভাব ভুগতে হত না ইস্টবেঙ্গলকে। গতি, স্কিল ও শারীরিক শক্তির দারুণ মিশেল রয়েছে বিদ্যাসাগরের, শুধু প্রয়োজন অভিজ্ঞতার। এবার ট্রাউয়ের হয়ে সেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা লাভ করে নিচ্ছেন এই তরুণ স্ট্রাইকার।