ভালো খেলার পুরস্কার,অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলে কলকাতা ডার্বিতে নজরকাড়া দুই তরুণ ফুটবলার

একস্ট্রা টাইম ওয়েব ডেস্ক : এবার মালয়েশিয়া পাড়ি দিচ্ছে ভারতীয় ফুটবল দল। মালয়েশিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ২৩ এর দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ইতিমধ্যেই এই দলের জায়গা করে নিয়েছেন মোহনবাগানের অভিষেক সূর্যবংশী এবং ইস্টবেঙ্গলের বিষ্ণু পুথিয়া ভালাপিল। এছাড়া গোলরক্ষকদের মধ্যে চেনা মুখ হিসেবে দেখা যাবে প্রভসুখন গিল এবং আর্শ আনোয়ার শেখকে।
ভারতের প্রাক্তন কোচ এবং বর্তমানে নর্থইস্টের সহকারী কোচ নওশাদ মুসা এবারের অনূর্ধ্ব ২৩ এর প্রধান কোচ। সরকারি কোচ হিসেবে থাকছেন নোয়েল উইলসন। অন্যদিকে গোলরক্ষকদের কোচ হিসেবে থাকছেন দীপঙ্কর চৌধুরী।
১৪ই মার্চ,বৃহস্পতিবার, সম্ভাব্য ২৬ এর তালিকা প্রকাশিত হয়েছে। যার অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৫ ই মার্চ থেকে এবং ২০ শে মার্চ তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেবে।
আরও পড়ুন- ভারতে এসে কপালে জুটলো চরম প্রহার, থানায় অভিযোগ বিদেশি ফুটবলারের, দেখুন ভিডিও
গোলরক্ষক- আর্শ আনোয়ার শেখ, প্রভসুখান সিং গিল এবং বিশাল যাদব
রক্ষণভাগ- বিকাশ ইউমনাম, চিংগামবাম শিভালদো সিং, হরমিপাম রুইভা, নরেন্দ্র, রবিন যাদব, সন্দীপ মান্ডি
মাঝ মাঠ- অভিষেক সূর্যবংশী, ব্রিসন ফার্নান্দেস, মার্ক জোথানপুইয়া, মোহাম্মদ আইমেন, ফিজাম সানাথোই মিটেই, থোইবা সিং মইরাংথেম, ভিবিন মোহানান
ফরওয়ার্ড- আব্দুল রাবীহ, গুরকিরাত সিং, ইরফান ইয়াদওয়াদ, ইসাক ভানলালরুয়াতফেলা, খুমানথেম নিন্থোইঙ্গানবা মিটেই, মহম্মদ সানান, পার্থিব সুন্দর গগৈ, সমীর মুর্মু, শিবশক্তি নারায়ণন, বিষ্ণু পুথিয়া ভালাপিল
প্রধান কোচঃ নওশাদ মুসা