এগিয়ে থেকেও প্রত্যয়ী আফগানদের কাছে হার মানল ব্লু টাইগার্স

ভারত - ১ (সুনীল ছেত্রী - পেনাল্টি)
আফগানিস্তান - ২ (রহমত আকবরি, মুহাম্মদ শরিফ - পেনাল্টি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইগর স্টিম্যাচ প্রতিজ্ঞা করেছিলেন, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডে নিয়ে যাবেন ভারতকে। তবে মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ভারত যে ফুটবল খেলল, তাতে সেই স্বপ্ন দেখাও হয়ত অন্যায়। দ্বিতীয় সারির আফগানিস্তানের কাছে পরাস্ত হল ব্লু টাইগার্স! এরপরেও দেশকে ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখবেন ফুটবলপ্রেমীরা।
দুই দলই ছন্নছাড়া ফুটবলে শুরু করেছিল, তবে তিন মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ভারত। ডানদিক থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেজের ক্রস সুনীল ছেত্রী পেলে তিনি গোলকিপারের গায়ে শট মারেন, তার ফিরতি বল পেয়ে মনবীর সিং বাইরে মেরে দেন। তবে ৩৬ মিনিটেই এগিয়ে যায় ভারত। ডানদিক থেকে মনবীরের ক্রস বক্সে হারুন আমিরির হাতে লাগে, যার ফলে পেনাল্টি দেন রেফারি। নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দেশকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী।
আরও পড়ুন - ম্যাচ শেষে বিরাট কোহলি যেন ফ্যামিলি ম্যান! ভাইরাল ভিডিও
তবে আফগানিস্তান বারবার ভারতের রক্ষণকে বিপদে ফেলছিল। ৭ মিনিটে কর্নার থেকে আমরির হেডার দুরন্ত উপায়ে বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। বারবার ভারত চেষ্টা করছিল লং বল এবং থ্রু পাসে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে, কিন্তু আফগান ডিফেন্ডারদের শারীরিক শক্তিতে পেরে উঠছিলেন না ভারতের ফরোয়ার্ডরা।
এমন পরিস্থিতিতে গতি বাড়াতে সুনীল ও ব্র্যান্ডনকে তুলে নাওরেম মহেশ সিং ও লালিয়ানজুয়ালা ছাংতেকে নামান স্টিম্যাচ। আর মাঝমাঠে জোর দিতে লিস্টন কোলাসোর পরিবর্তে অনিরুধ থাপাকে নামানো হয়। কিন্তু এই সিদ্ধান্ত যেন ব্যাকফায়ার করে ভারতের জন্য।
৭০ মিনিটে রহমত আকবরির দুরপাল্লার শট রাহুল ভেকের দুই পায়ের মাঝ থেকে গলে গিয়ে জালে জড়ায়। আর তার ১৮ মিনিট পরেই গুরপ্রীতের ভুলে পেনাল্টি পায় আফগানিস্তান। সেই পেনাল্টি থেকে গোল করেন মুহাম্মদ শরিফ। শেষের দিকে ভারত সমতায় ফেরার গোলের জন্য মরিয়া চেষ্টা করলেও আফগানিস্তানের পক্ষেই বাজে শেষ বাঁশি।
এই হার সত্ত্বেও গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে কাতার ও কুয়েতের বিরুদ্ধে ম্যাচগুলিতে পয়েন্ট পেতেই হবে স্টিম্যাচের ছেলেদের। কিন্তু এমন খারাপ খেলা হলে কতটা আশা করা যায়, সে নিয়ে সন্দেহ রয়েছে।