সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেকেই গোল এন্ড্রিকের, পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পরবর্তী প্রজন্মের সুপারস্টার হতে পারেন তিনি, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব তাঁকে বিপুল পরিমাণ অর্থের বিনিময় অনেক কম বয়সেই কিনে নিয়েছে, তাই এক অদৃশ্য চাপের পাহাড় তাঁর কাধে সর্বদা চেপে রয়েছে। তিনি এন্ড্রিক। ব্রাজিলের ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে গোল করার পর মঙ্গলবার স্পেনের বিরুদ্ধেও গোল করলেন।
রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে অভিষেকও হয়ে গেল তাঁর। সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিরুদ্ধে পরিবর্ত ফুটবলার হিসাবে নামেন এন্ড্রিক। দ্বিতীয়ার্ধের শুরুতেই নামেন এন্ড্রিক। এবং নেমেই ৫ মিনিটের মধ্যে গোল করলেন তিনি। গোল করলেন রিয়াল মাদ্রিদের আরেক তরুণ তারকা রড্রিগো।
এদিন পিছিয়ে থেকেও স্পেনের বিরুদ্ধে ড্র করে ব্রাজিল। ম্যাচ শুরুর ১২ মিনিটে পেনাল্টি থেকে স্পেনের হয়ে গোল করেন রড্রি। ৩৬ মিনিটে ওল্মোর গোলে ব্যবধান বাড়ায় স্পেন।
আরও পড়ুন-সিএসকের দাপটে ধরাশায়ী গুজরাত! চিপকে জয় অব্যাহত সুপার কিংসের
৪০ মিনিটে রড্রিগো এক গোলের ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে পরিবর্ত এন্ড্রিক ৫০ মিনিটে খেলার ফলাফল ২-২ করে দেন।
এরপর ৮৭ মিনিটে স্পেনের রড্রি আবারও পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন স্পেনকে তবে ৯৬ মিনিটে ব্রাজিলও পেনাল্টি পায় এবং সেখানে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান পাকুয়েতা।