AFC Asian Cup: উজবেকিস্তান ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের নক আউট রাউন্ডে যাওয়ার ভাগ্য! প্রতিপক্ষকে চিনুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এশিয়ান কাপে ভারতের অন্যতম প্রধান প্রতিপক্ষ হল উজবেকিস্তান। যারা ফুটবল বিশ্বে পরিচিত ‘হোয়াইট উলভস’ নামে। বর্তমানে বিশ্ব ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে রয়েছে উজবেকিস্তান।এর আগে ২০০৪, ২০০৭ এবং ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়ে তারা। ২০১৫ সালে চতুর্থ স্থান অধিকার করেছিল উজবেকিস্তান।
উজবেকিস্তান জাতীয় দলের কোচ হলেন স্লোভেনিয়ার স্রেকো কাতানেক। এছাড়াও দলে রয়েছেন বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়। তবে তাদের মধ্যে ইগর ভ্লাদিমিরোভিচ সের্গেইভ, আব্বসবেক ফয়জুল্লায়েভ, অস্টন উরুনভের নাম উল্লেখযোগ্য।
আরও পড়ুন- AFC Asian Cup: প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়া! প্রতিপক্ষকে চিনুন
উজবেকিস্তান জাতীয় দলের ফরওয়ার্ড লাইনে মূল আকর্ষণ হলেন ইগর ভ্লাদিমিরোভিচ সের্গেইভ। এখনও পর্যন্ত তিনি উজবেকিস্তানের হয়ে খেলেছেন ৬৯ টি ম্যাচ। ক্লাবের হয়ে তিনি খেলেন পিজি পাথুম ইউনাইটেডের হয়ে। কোচেদের মতে খুব শক্তিশালী স্ট্রাইকার ইগর। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি এমনটাই মনে করা হয়।
দলের মিডফিল্ডের মূল আকর্ষণ হলেন আব্বসবেক ফয়জুল্লায়েভ। কুড়ি বছর বয়সে এই তরুণ তুর্কি তাঁর নজর কাড়া পারফর্মেন্সের জন্য অনূর্ধ্ব-২০এবং অনূর্ধ্ব ২৩ দলে খেলার পরই জাতীয় দলে সুযোগ পেয়ে যান। এই এশিয়ান কাপের অন্যতম আকর্ষণ তিনি। বর্তমানে তিনি খেলেন দোহার ক্লাব সিএসকেএ মস্কোর হয়ে।
আরও পড়ুন- জেলার প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে বীরভূমে শুরু জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্ট
আব্বসবেক ছাড়াও দলের মিডফিল্ডে অন্যতম মূল আকর্ষণ অস্টন উরুনভ। তিনি খেলেন নাভবহর সিটি এফসি হয়ে। যারা নিয়মিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দেখেন, তারা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এই প্রতিভাবান মিডফিল্ডারকে অবশ্যই লক্ষ্য করে থাকবেন। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হয় অস্টনের। কোচ স্রেকো কাতানেকের খুব পছন্দের খেলোয়াড় অষ্টন।
আগামী ১৮ জানুয়ারি উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এর আগে ভারত এবং উজবেকিস্তান মুখোমুখি হয়েছে মোট ৮ বার। এরমধ্যে ভারত জিতেছে ১ টি, হেরেছে ৫ টি এবং ড্র করেছে ২ টি। ২০২৩ এর এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে যেতে গেলে সুনীল বাহিনীকে দুর্দান্ত ফুটবল খেলতে হবে তা বলাই যায়।