ভারতে এসে কপালে জুটলো চরম প্রহার, থানায় অভিযোগ বিদেশি ফুটবলারের, দেখুন ভিডিও

একস্ট্রা টাইম ওয়েব ডেস্ক:- কেরালার মল্লম্পুরে খুব জনপ্রিয় এক ধরনের ফুটবল টুর্নামেন্ট হল ‘সেভেন ফুটবল’। অর্থাৎ দলে সাতজন সদস্য নিয়ে খেলা হয় এই টুর্নামেন্টের ম্যাচগুলি। এই ধরনের ফুটবল ম্যাচে অংশগ্রহণ নেন অনেক বিদেশীরাও। আর সেইরমই এক ম্যাচে এক বিদেশী ফুটবলারের কপালে জুটলো বেধড়ক মার। প্রত্যুত্তরে তিনিও পেছপা হননি। ঠিক কি ঘটেছিল? চলুন জেনে নেওয়া যাক।
আইভরি কোস্টের এক ফুটবলার দিয়ারাসুবা হাসান জুনিয়র নামক এক ফুটবলার অংশগ্রহণ করেছিল্রন এই ম্যাচে। তিনি কর্নার নিতে যাবার সময় কিছু দর্শক তাকে লক্ষ্য করে বেশ কিছু বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। এমনকি তার দিকে ছোড়া হয় বোতল আর পাথরও। অন্তত পুলিশের কাছে এমনটাই বলেছেন তিনি।
আরও পড়ুন- শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার নজির, ভাইয়ের পারফরমেন্সে গর্বিত সরফরাজ
ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে হাসান এলোপাথাড়ি এদিক-ওদিক মাঠের মধ্যে দৌড়াচ্ছেন এবং তার পেছনে দৌড়াচ্ছেন ক্ষিপ্ত জনতা। অবশেষে তাকে আটক করে বেধড়ক মারা হয়। কিছু দর্শকদের দাবি, তাদেরকেও মেরেছেন হাসান।
পরে অবশ্য একজন লোকের সহায়তায় দর্শকদের কিছুটা সামলানো যায় এবং একটি গেট দিয়ে বেরিয়ে যান হাসান। ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু করেছে, এমনটাই জানা গেছে।