শক্তিশালী চার্চিলের বিরুদ্ধে ড্র করে লিগজয়ের আশা বাঁচিয়ে রাখল ট্রাউ এফসি

ট্রাউ এফসি - ১ (কোনসাম ফাল্গুনী সিং)
চার্চিল ব্রাদার্স - ১ (লুকা মাজচেন - পেনাল্টি)
সব্যসাচী ঘোষ : কার্যত আন্ডারডগ হয়ে আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যোগ্যতা অর্জন করেছিল পাহাড়ি দল ট্রাউ এফসি। কিন্তু গত কয়েক ম্যাচে অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলে লিগের শীর্ষস্থানে নিজেদের তুলেছে ট্রাউ। এবার তাদের সামনের সব থেকে কঠিন লড়াইয়ে বেশ দারুণভাবে পাস মার্কস তুলল ট্রাউ।
একেই সামনে লিগের অন্যতম শক্তিশালী দল চার্চিল ব্রাদার্স, তার উপর জাতীয় দলের দায়িত্ব পালনে দেশে ফিরেছেন কোমরন তুর্সোনভ। এই পরিস্থিতিতে চার্চিলের বিরুদ্ধে ড্র করা যেন জেতারই সমান ট্রাউয়ের। যদিও শুরুতে পেনাল্টিতে চার্চিলকে এগিয়ে দেন লুকা মাজচেন। তবে ৪৩ মিনিটে ট্রাউয়ের হয়ে সমতা ফিরিয়ে আনেন কোনসাম ফাল্গুনী সিং। আর এর জেরে ১-১ ব্যবধানেই শেষ হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
এই জয়ের ফলে গোল পার্থক্যে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ট্রাউ এফসি, অন্যদিকে সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চার্চিল ব্রাদার্স।