জিতেও লাভ হল না চার্চিলের, সেকেন্ড বয় হিসেবেই আইলিগ অভিযান খতম রেড মেশিনসদের

চার্চিল ব্রাদার্স - ৩ (লুকা মাজচেন - পেনাল্টি, ক্লেইভিন জুনিগা - ২)
রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি - ২ (জোসেবা বেইতিয়া, পাপা দিওয়ারা)
সব্যসাচী ঘোষ : খেতাব জয়ের সম্ভাবনা কম থাকলেও নিজেদের জোরে আইলিগ জিততে মরিয়া চার্চিল ব্রাদার্স। গোকুলাম কেরালা এবং ট্রাউ এফসির গোল পার্থক্যের সাথে সমান করতে গেলে শেষ দিন চার্চিলকে বড় ব্যবধানে জিততে হত। আর সেই কারণে পাঞ্জাব এফসির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল গোয়ার এই দল।
ম্যাচের আট মিনিটে পেনাল্টি থেকে গোল করে চার্চিলকে এগিয়ে দেন লুকা মাজচেন। এরপর ২৫ মিনিটে গোল করে চার্চিলকে দুই গোলে এগিয়ে দেন ক্লেইভিন জুনিগা। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে জয় কার্যত সুনিশ্চিত করে ফেলেন জুনিগা। পুরো আক্রমণাত্মক ছিল চার্চিল গোটা প্রথমার্ধ জুড়ে।
কিন্তু দ্বিতীয়ার্ধে কেমন যেন ঝিমিয়ে পড়ে চার্চিল। হয়ত লিগজয়ের আশা যেন কিছুটা স্থিমিত হয়েছিল খেলোয়াড়দের মধ্যে। আর সেই সুযোগে ৬৬ ও ৬৯ মিনিটে পাঞ্জাব এফসির হয়ে গোল করেন জোসেবা বেইতিয়া এবং পাপা দিওয়ারা। কিন্তু দুরন্ত কামব্যাক সম্পন্ন করতে পারল না কেউই। শেষে খেতাবের কাছে এসে দূরে যেতে হল চার্চিলকে।