কাতারের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ সুনীল-স্টিমাচদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার কাতারের ভারতীয় রাষ্ট্রদূত মি. ভিপুলের সঙ্গে দেখা করলেন সমগ্র ভারতীয় ফুটবল দল। সেই সঙ্গে দিলেন সই করা জার্সি এবং একটি মেমেন্টও। মেমেন্টটি খেলার প্রতি তাদের ভালোবাসা দেখানোর জন্য ফলক হিসেবে দেওয়া হয়েছে।এছাড়াও আইএসসি ভারতীয় দলের উপস্থিতিতে ১৯৫০ এবং ১৯৬০ এর দশকের ব্লু টাইগার্স কিংবদন্তি এম. কেম্পাইয়া-এর জীবনীও প্রকাশ করেছে। বইটি লিখেছেন কেম্পাইয়ার কন্যা, সুম্মা গৌড়া৷
আরও পড়ুন- আগামী পাঁচ বছর টাটাই স্পন্সর, বার্তা আইপিএল বোর্ডের
রাষ্ট্রদূত জানান, “ভারতীয় ফুটবলে আজ যে ধরনের আগ্রহ তৈরি হয়েছে তা বিস্ময়কর। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজে ফুটবলের প্রতি গভীর আগ্রহ নিয়েছিলেন বলে জানা যায়। ফুটবল এমন একটি খেলা যা শুধু ভারতেই নয়, বিদেশে ভারতীয় সম্প্রদায়ের মধ্যেও এর আগ্রহ দেখা যায়।
এই বছরের শেষের দিকেই ২০২৬ এর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় রাউন্ডে দোহায় খেলবে ভারতীয় ফুটবল দল। মহামান্য রাষ্ট্রদূত এও জানিয়েছেন, “কিছু মাস আগেই কাতার ভারতে খেলতে গিয়েছিল। এবার ভারতকে আমাদের দেশে আমন্ত্রণ জানাতে আমরা উন্মুখ। আমরা ঠিক করেছি শেষ দুটি ম্যাচ আমরা স্টেডিয়ামে থেকে সমর্থন জানাবো। আমরা, এখানকার ভারতীয়রা,যতটা পারি যেভাবে পারি সমর্থন জানাবো।"
আরও পড়ুন- চোট সারাতে লন্ডন পাড়ি দিতে পারেন শামি
এএফসি এশিয়ান কাপে ভারতীয় প্রবাসীদের ধন্যবাদ জানাতে ভোলেননি দলের কোচ ইগর স্টিম্যাচ। তিনি জানিয়েছেন, “আমাদের কাছে এটি অনেক বড় পাওনা। ভারতীয় প্রবাসীদের অনেক ধন্যবাদ খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য। শেষ দুটি ম্যাচে ভারত আশানুরূপ ফলাফল না করতে পারলেও কঠিন পরিশ্রম করেছে দলের খেলোয়াড়রা। তার প্রশংসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”
ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, “দর্শকদের ভালোবাসা দেখে আমরা অভিভূত। আমরা দুটি ম্যাচে খারাপ ফলের পরেও তারা যেভাবে সমর্থন করছেন তা অভাবনীয়। এ এক অসামান্য অভিজ্ঞতা।”
“কাতারের মধ্যেই আছে এক ছোট ভারত, সেটা আমরা ভালোভাবেই জানি। আর আমরা যারা দেশের বাইরে থেকেছি যেমন আমি সন্দেশ,গুরপ্রিত, আমরা বুঝি দেশকে ছেড়ে দূরে থাকা কষ্টটা। এর ফলে যে কতটা একা হয়ে পড়া হয় তা সেই বোঝে।” এও জানিয়েছেন সুনীল।
সুনীল আরও জানিয়েছেন, “আমি আশা করি আপনারা সবাই ২৩ শে জানুয়ারী বড় সংখ্যায় উপস্থিত হবেন এবং আপনারা আমাদের সমর্থন করবেন। আমরা সবাই সেদিন মাঠে আমাদের সবটুকু দিয়ে খেলতে যাচ্ছি এবং তার পরিবর্তে আপনাকে কিছু ফেরত দেওয়ার আশা করছি।”
আগামী ২৩ জানুয়ারি সিরিয়ার বিপক্ষে খেলবে ভারত। প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখেছে সুনীলরা। এই ম্যাচে কি ভাগ্যের চাকা ঘোরাতে পারবে সুনীলরা? জানতে চোখ রাখুন।