মহামেডান স্পোর্টিংয়ের এই তরুণ ফুটবলারকে পেতে আগ্রহী বেঙ্গালুরু এফসি, নজরে এসসি ইস্টবেঙ্গলও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দল পুনর্গঠনে আবারও নেমে পড়েছেন বেঙ্গালুরু এফসি। প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা এই মরশুমে সপ্তম স্থানে শেষ করেছে, আর এর জেরে কোচ পরিবর্তন করেছে বেঙ্গালুরু। নয়া কোচ মার্কো পেজ্জাইওলি ইতিমধ্যেই নিজের পছন্দের খেলোয়াড়দের তালিকা দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে।
জানা গিয়েছে, এই তালিকায় অন্যতম নাম হিসেবে উঠে আসছে মহমেডান স্পোর্টিংয়ের তরুণ উইঙ্গার ফইসল আলি। এবারের আইলিগ বেশ মনোযোগ দিয়ে দেখেছিলেন মার্কো, এবং ২১ বছরের এই তরুণ ফুটবলারকে বেশ পছন্দ হয়েছে। ফলে মার্কোকে পেতে আগ্রহ দেখিয়েছে বেঙ্গালুরু।
যদিও এখনও এক বছরের জন্য মহমেডানের সাথে চুক্তিবদ্ধ ফইসল, আর এর ফলে এই উইঙ্গারকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে বেঙ্গালুরুকে। জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে এই বাঙালি ফুটবলারকে পেতে চাইছে বেঙ্গালুরু। তবে শুধু বেঙ্গালুরু নয়, এসসি ইস্টবেঙ্গলও আগ্রহী এই বঙ্গতনয়কে পেতে।
সাদার্ন সমিতির অ্যাকাডেমি থেকে উঠে এসে এই দলের সিনিয়র দলে কলকাতা লিগে খেলে শুরু করেছিলেন ফইসল। এরপর গত নভেম্বর মাসে ফইসলের সাথে দুই বছরের চুক্তি করে মহমেডান স্পোর্টিং। সুদেভার বিরুদ্ধে আইলিগের প্রথম ম্যাচে গোল করার পর সমস্ত ম্যাচে শুরু থেকে খেলেছিলেন ফইসল। গোটা টুর্নামেন্টে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ফইসল। ফলে সাদা-কালো শিবিরে বেশ সফল ছিলেন, তা বলাই যায়।