কেরালার পর এবার আইলিগের টপ স্কোরার বিদ্যাসাগরকে নিতে আগ্রহী বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইলিগে চুড়ান্ত ফর্মে রয়েছেন বিদ্যাসাগর সিং। তার দুরন্ত ফর্মের জেরে পাহাড়ি দল ট্রাউ এফসি এই মুহুর্তে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে শীর্ষস্থানে রয়েছে। এদিকে আইলিগে ১১টি গোল করে শীর্ষে রয়েছেন ২৩ বছরের এই স্ট্রাইকার। আর সেই কারণে একাধিক আইএসএল ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছুক বিদ্যাকে।
ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার্স অফার পাঠিয়েছে বিদ্যাসাগর সিংকে, তবে বাজারে নয়া প্রতিদ্বন্দ্বী হাজির হয়েছে। জানা গিয়েছে, বেঙ্গালুরু এফসিও ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে বিদ্যার সাথে। ইস্টবেঙ্গল অ্যাকাডেমির এই ছাত্রকে নিতে আগ্রহী প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা। এবারের এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য বিদ্যাসাগরকে নিতে চাইছে বেঙ্গালুরু।
মরশুম শেষেই ট্রাউয়ের সাথে চুক্তি শেষ হবে বিদ্যার। ফলে ফ্রি এজেন্ট হিসেবেই বিদ্যাকে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি।