আইলিগ জয়ী গোকুলামের এই তরুণ প্রতিভাকে পেতে ঝাঁপাল বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইলিগে গোকুলাম কেরালা এফসি অসাধারণ ফুটবল খেলে এবং প্রথমবারের জন্য আইলিগ চ্যাম্পিয়ন হয়। আর এর জেরে আইলিগজয়ী ক্লাবের ফুটবলারদের উপর নজর পড়বে একাধিক ক্লাব ও ফ্র্যাঞ্চাইজির, সে নিয়ে কোনও প্রশ্ন নেই। এবার গোকুলামের এই তরুণ প্রতিভাবান ফুটবলারকে নিতে মরিয়া বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স।
গোকুলাম কেরালার তরুণ উইঙ্গার ভিনসি ব্যারেটোকে পেতে উদ্যোগী হয়েছে আইএসএলের এই দুই ক্লাব। জানা গিয়েছে, ২১ বছরের এই উইঙ্গারকে অফার দিয়েছে দুই ক্লাবই। যদিও ইতিমধ্যেই গোকুলামের এই খেলোয়াড়কে পেতে যাবতীয় অর্থও দিতে রাজি হয়েছে কেরালা ব্লাস্টার্স। ফলে এই লড়াইয়ে এগিয়ে কেরালাই।
এবারের আইলিগে গোকুলামের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন ব্যারেটো, যার মধ্যে ছয়টিতে শুরু থেকে খেলেছেন তিনি। মূলত ডানদিক থেকে খেললেও প্রয়োজনে বাঁদিক থেকেও খেলতে পারেন এই তরুণ ফুটবলার।