জাতীয় দলে খেলার জন্য ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের আবেদন করবে ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যেখানে বিশ্বের একাধিক ফুটবল দেশ ভিন্ন দেশ থেকে ফুটবলারদের জাতীয় দলে খেলানোর ভিড়ে নেমেছে, যেখানে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের ভারতের জাতীয় দলে খেলানো নিয়ে দীর্ঘদিন প্রশ্ন উঠেছে। এবার যে খবর সামনে আসছে, তাতে আগামী দিনে এরকম ২৪ জন ফুটবলারকে জাতীয় দলে খেলার জন্য আবেদন করতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন - মার্চের শেষ থেকে শুরু হতে পারে আইপিএল ২০২৪
এর আগে জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের খেলানোর দাবি তুলেছেন। কিন্তু দেশের সংবিধান দ্বি-নাগরিকত্বকে স্বীকার করে না। যদি কোনও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়কে ভারতের হয়ে খেলতে হয়, তাকে এই দেশের নাগরিকত্ব নিতে হবে। তার জন্য তাকে নাগরিকত্বের আবেদন করার আগে ১২ মাস ভারতে থাকতে হবে।
এই নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "আমরা বিশ্বজুড়ে খেলা এরকম ২৪ জন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের সাথে কথা বলেছি। কিন্তু আপনারা জানেন যে দ্বি-নাগরিকত্ব নিয়ে বিষয় রয়েছে। তাই, আমরা দেখছি কিভাবে এটি কেন্দ্রীয় সরকারের নিয়মের মধ্যে করা যায়।"
আরও পড়ুন - আইপিএলের নিলাম টেবিলে থাকবেন ঋষভ পন্থ
এর আগে নভেম্বর মাসে কার্যকরী কমিটির বৈঠকে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ও ভারতে থাকা বিদেশী ফুটবলারদের জাতীয় দলে খেলানো নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে পাঞ্জাব ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর থাপারের অধীনস্থ সাব-কমিটি এই খেলোয়াড়দের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের কাজ করবে।
এর আগে যখন ভারতের কোচ হিসেবে বব হাটন ছিলেন, তখন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মাইকেল চোপড়াকে ভারতের হয়ে খেলার চেষ্টা করেছিল ফেডারেশন। কিন্তু ২০০৮ সালে ভারত সরকারের দ্বি-নাগরিকত্ব নিয়ে নিয়ম সেই সকল আশায় জল ঢেলে দেয়।