সমালোচকদের চুপ করিয়ে ফের হ্যাটট্রিক বিদ্যাসাগরের, শক্তিশালী কাশ্মীরকে দমিয়ে দিলেন একাই

রিয়েল কাশ্মীর – ১ (দানিশ ফারুখ)
ট্রাউ এফসি – ৩ (বিদ্যাসাগর সিং – ৩)
সব্যসাচী ঘোষ : স্বপ্নের মরশুম অব্যাহত বিদ্যাসাগরের। ইস্টবেঙ্গলের বাতিল এই স্ট্রাইকার এই মুহুর্তে চলতি আইলিগের সর্বোচ্চ গোলস্কোরার হলেন। মহমেডান স্পোর্টিংয়ের পর এবার শক্তিশালী রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে হ্যাটট্রিক দাগলেন মনিপুরি স্ট্রাইকার। আর এর জেরে আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দারুণ জায়গায় চলে এল ট্রাউ এফসি।
ম্যাচের অষ্টম মিনিটে কাশ্মীরের আগুয়ান গোলকিপার অনুজ কুমারকে কাটিয়ে প্রথম গোলটি করেন বিদ্যাসাগর সিং, এগিয়ে যায় ট্রাউ এফসি। যদিও ২৪ মিনিটে গোল শোধ করে দেয় কাশ্মীর। লালরিন্ডিকা রালতের দুরন্ত ফ্রিকিকে হেড মেরে সমতায় ফেরা দানিশ ফারুখ। এরপর ৩৭ মিনিটে কোমরন তুর্সোনভের পাস থেকে দৌড়ে এসে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন বিদ্যাসাগর সিং।
আর শেষে, ৮৬ মিনিটে ডানদিক থেকে জোসেফ দৌড়ে বক্সের দিকে আসেন, এরপর পাস বাড়ান তুর্সোনভের দিকে, কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর রিবাউন্ড বলটি পেয়ে হ্যাটট্রিক করলেন বিদ্যাসাগর সিং। এর জেরে এবারের আইলিগে ১১ গোল হয়ে গেল বিদ্যাসাগরের।