AFC Asian Cup: গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে ভারত! প্রতিপক্ষকে চিনুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আসন্ন এশিয়ান কাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে সিরিয়ার। এর আগে ছয়বার এশিয়ান কাপে উত্তীর্ণ হলেও প্রত্যেকবারই প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে তাদের। বর্তমানে বিশ্ব ফিফা র্যাঙ্কিংয়ে ৯১ তম স্থানে রয়েছে সিরিয়া। র্যাঙ্কিং এর দিক থেকে ভারতের থেকে খুব বেশি আগিয়ে না থাকলেও যথেষ্ট শক্তিশালী দল সিরিয়া।
সিরিয়ার জাতীয় দলের কোচ আর্জেন্টিনার হেক্টর কুপার। অন্যদিকে খেলোয়ারদের মধ্যে ওমার খ্রিবিন, ইব্রাহিম আলমা, আমরো জেনিয়াত খুবই উল্লেখযোগ্য নাম।
আরও পড়ুন- AFC Asian Cup: প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়া! প্রতিপক্ষকে চিনুন
সিরিয়া দলের ফরওয়ার্ডে মূল আকর্ষণ ওমার খ্রিবিন। খুবই প্রতিভাবান স্ট্রাইকার ওমার। তিনি সিরিয়ার মধ্যে সর্বপ্রথম খেলোয়ার যিনি এশিয়ার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন। ইতিমধ্যেই তিনি দেশের হয়ে ৫৪ টি ম্যাচ খেলেছেন এবং ২১ টি গোল করেছেন।
অন্যদিকে আছেন দলের তারকা গোলরক্ষক ইব্রাহিম আলমা। তিনি দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। এখনও পর্যন্ত খেলেছেন ৮৪ টি ম্যাচ। তবে তিনি ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে অপরিচিত নন তার কারণ সাম্প্রতিক সময় ভারত-সিরিয়া ম্যাচে তিনি খেলেছেন।
দলের রক্ষণ বিভাগের প্রধান ভরসা আমরো জেনিয়াত। সিরিয়ার অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডারদের মধ্যে একজন তিনি। প্রায় ১০ বছর ধরে খেলছেন জাতীয় দলের হয়ে। এখনও পর্যন্ত খেলেছেন ৪৮ টি ম্যাচ। বর্তমানে তিনি আল কামরাহ ক্লাবের হয়ে খেলেন। এই নিয়ে দ্বিতীয় বার এশিয়া কাপ খেলতে চলেছেন তিনি।
আগামী ২৩ জানুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত-সিরিয়া। এর আগে ভারত এবং সিরিয়া মুখোমুখি হয়েছে ছয়বার। তার মধ্যে ভারত জিতেছে তিনটি, হেরেছে দুটি এবং ড্র করেছে একটি। চতুর্থ জয়ের লক্ষ্যে নামবে সুনীল ছেত্রীর ভারতীয় দল।