৫ কেজি শুঁটকির বিনিময়ে ইউরোপা লিগের সেমি ফাইনালের টিকিট পেলেন এই ভক্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অর্থ আসার আগে আদিম যুগে মানুষ শস্য বা কোনও বস্তুর পরিবর্তে কোনও কিছু কিনতে পারত। কিন্তু সেই প্রথা আজকের দিনেও জারি থাকছে, তাও আবার শুঁটকি মাছের বিনিময়ে। বিনিময়ে মিলছে উয়েফা ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ সেমি ফাইনালের টিকিট।
এমন ঘটনাই ঘটেছে নরওয়েতে। সে দেশের প্রথম ক্লাব হিসেবে কোনও ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বোডো/গ্লিমটের। যদিও সেমি ফাইনালের প্রথম লেগে লন্ডনে টটেনহ্যাম হটস্পারের কাছে ১-৩ গোলে হেরেছিল নরওয়ের ক্লাবটি। তবুও স্বপ্ন দেখতে দোষ কী? তাই দ্বিতীয় লেগের জন্য বোডো সমর্থকদের টিকিটের চাহিদা ছিল চরমে।
তবে বোডো/গ্লিমটের নিবন্ধিত সমর্থকদের সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও সাধারণ দর্শকের জন্য মাত্র ৪৮০টি টিকিট বরাদ্দ ছিল। ফলে কালোবাজারিদের হাতে পরে তা পাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে অর্থের পরিবর্তে ৫ কেজি শুঁটকি মাছ দিয়ে কালোবাজার থেকে টিকিট কিনেছেন টোরবিয়র্ন এইডা।
যদিও আমাদের কাছে শুঁটকি তার খারাপ গন্ধের জন্য অত্যন্ত অপছন্দের। তবে নরওয়েতে সেটি অত্যন্ত জনপ্রিয়। এই টোরবিয়র্ন এইডা একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার। নরওয়েতে এই মাছের দাম মারাত্মক বেশি। ৫ কেজি শুকনো শুঁটকির দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২০,৭২৭ টাকা।