আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে পরাজয়ের পর দুর্দান্ত প্রত্যাবর্তন প্যাট কামিন্সের হায়দরাবাদের। ৫ ম্যাচের ৩টিতে জিতে চার নম্বর স্থানে রয়েছে তারা।
এর আগে তুল্যমূল্য লড়াই হয়েছে দুই দলের মধ্যে। মোট ২২ বার একে অপরের মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। যার মধ্যে ১০টি ম্যাচ জিতেছে বিরাট কোহলির দল। অন্যদিকে ১১ বার জয়ী হয়েছে হায়দরাবাদ। একটি ম্যাচ অমিমাংসিত শেষ হয়।
তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে রেকর্ড খারাপ হায়দরাবাদের। ৭ টি ম্যাচে হায়দরাবাদের এই ফ্র্যাঞ্চাইজি জিতেছে মাত্র দুটি ম্যাচে।
এক নজরে দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক মারকান্ডে