AIFF-এর সঙ্গে পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদ, ইস্তফা দিলেন মানোলো মার্কেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মনোলো মার্কেজ। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং মার্কেজের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুনে ইগর স্টিমাচের স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় দলের দায়িত্ব নেওয়া মার্কেজ আটটি ম্যাচে দলের কোচ ছিলেন। এই সময়ে ব্লু টাইগাররা মাত্র একটি ম্যাচে জয় পায়। মার্চে মালদ্বীপের বিরুদ্ধে একটি ৩-০ গোলে জয়ী প্রীতি ম্যাচ।
এই সিদ্ধান্ত আসে এক মাসের মধ্যেই, যখন ভারত ২০২৭ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে হংকং চায়নার কাছে লজ্জাজনকভাবে ১-০ গোলে হেরে যায়। এআইএফএফ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সত্যনারায়ণ জানিয়েছেন, আলোচনার পর দুই পক্ষের মধ্যে এই সমঝোতা হয় যে মার্কেজ আর কোচ হিসেবে থাকবেন না। খুব শীঘ্রই এআইএফএফ নতুন কোচ নিয়োগের বিজ্ঞাপন দেবে।
এক সংবাদ মাধ্যমকে সত্যনারায়ণ বলেন, “এআইএফএফ ও মনোলো মার্কেজের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় কোনও আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই বিচ্ছেদ হয়েছে। তাই তিনি আর ভারতের কোচ নন। আমরা খুব শীঘ্রই হেড কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করব।”
শোনা যাচ্ছে শীঘ্রই AIFF নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে, হতে পারে সঞ্জয় সেন বা খালিদ জামিলের মত ভারতীয় কোচের হাতে পড়তে পারে দায়িত্ব।
ভারতের কোচ হিসেবে মার্কেজের মেয়াদকাল শুরু থেকেই সমালোচিত হয়েছিল, কারণ তিনি একসঙ্গে এফসি গোয়ার কোচের দায়িত্বও সামলাচ্ছিলেন, অন্তত গত মরশুমের শেষ পর্যন্ত। এই দ্বৈত ভূমিকার কারণে জাতীয় দলের উপর তাঁর প্রভাব পড়েনি বলেই অনেকের মত। তাঁর কোচিংয়ে ভারত বাংলাদেশ-এর সঙ্গে ড্র করে এবং হংকং চায়নার বিরুদ্ধে হার মানে।
পিটিআই-এর এক রিপোর্ট অনুযায়ী, মার্কেজ হংকং চায়নার ম্যাচের আগেই কোচের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এআইএফএফ-এর সঙ্গে তখন কোনও সমঝোতা হয়নি।
এই সাম্প্রতিক হার ভারতের এশিয়ান কাপ ২০২৭-এ খেলার সম্ভাবনাকে বড়সড় ধাক্কা দিয়েছে। গত দশকে ভারতের কোচদের মধ্যে মার্কেজের মেয়াদকাল সবচেয়ে সংক্ষিপ্ত, যেখানে স্টিফেন কনস্টানটাইন এবং ইগর স্টিমাচ পাঁচ বছরেরও বেশি সময় জাতীয় দলের কোচ ছিলেন।