অলিম্পিকে চাপ সামলানোর মূল মন্ত্র জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- ভারতের বৃহত্তম ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে। যেখানে একাধিক ক্রীড়া ব্যক্তিত্বের সমাহার। খোদ বাংলায় ক্রীড়া সম্মেলন হচ্ছে আর স্বয়ং কিংবদন্তি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী থাকবেন না তা কি হয়? অন্যতম প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত আছেন এই অনুষ্ঠানে। আসন্ন অলিম্পিকের ব্যাপারে কি বললেন বাংলার দাদা? চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- “এখনও নিজের সেরাটা দেওয়া বাকি!” অলিম্পিকের আগে বড় বার্তা নীরজ চোপড়ার
“বিশ্বকাপ বলে নয় বা অলিম্পিক বলে নয়, প্রতিদিন পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নেই।” অলিম্পিকে চাপ সামলানোর এই মূল মন্ত্রই দিয়েছেন সৌরভ। প্রতিকূল পরিস্থিতিতে নিজের প্রতিভাকে তুলে ধরাই আসল চ্যালেঞ্জ। এটাই বলতে চেয়েছেন তিনি। শুধু অলিম্পিক বা বিশ্বকাপকেই চাপ ভাবলে চলবে না। প্রতিকূল পরিস্থিতিতে অনুশীলন করে যাওয়াটাই আসল মন্ত্র। এই জগতে পা রাখলে সব সময় অনুশীলন করে যেতেই হবে।
আরও পড়ুন- অলিম্পিকের সন্ধিক্ষণে ‘এডুকেশন মুভমেন্টের’ হাল হকিকত তুলে ধরলেন অভিনব বিন্দ্রা
সৌরভ এও বলেছেন, “আগে কি হয়েছে তা ভেবে লাভ নেই। এখন কি হয়েছে তাতেই মনোযোগ দিতে হবে। যেমন পরীক্ষার সময় তিন মাস আগে বা তিন দিন আগে পড়ে পরীক্ষা দেওয়া উচিত নয়। প্রত্যহ নিজের অনুশীলন করে যেতে হবে। তাতেই আরও উন্নত হবে নিজের প্রতিভা। পরিস্থিতিকে ভয় পেলে চলবে না বরং তাকে মোকাবিলা করাই আসল লক্ষ্য।” অলিম্পিক অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে এই মন্ত্রই দিলেন সৌরভ।