মুম্বাইকে হারিয়ে লিগ শীর্ষে উঠতে এই একাদশে নামতে পারে রাজস্থান রয়্যালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএল ২০২৪-এ মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে দুরন্ত শুরু করেছে রাজস্থান। এবার জয়হীন মুম্বাইকে হারিয়ে লিগ শীর্ষে উঠতে চাইবে সঞ্জু স্যামসনরা।
নিজেদের প্রথম দুই ম্যাচে লখনউ সুপার জায়ান্ট ও দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে রাজস্থান। এবার মুম্বাইকে হারালে জয়ের হ্যাটট্রিক করবে রয়্যালস। তবে কাজটা কঠিন হবে, কারণ মুম্বাইও চাইবে ঘরের মাঠে প্রথম জয় তোলার জন্য। এই পরিস্থিতিতে কী একাদশে নামবে রাজস্থান, চলুন দেখে নিই।
আরও পড়ুন - আইপিএল ২০২৪-এ প্রথম জয় পেতে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নামাতে পারে মুম্বাই
ওপেনিংয়ে শুরু করবেন জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। যদিও প্রথম দুই ম্যাচে সেভাবে ছন্দে দেখা যায়নি এই দুই তারকা ব্যাটারকে। এরপর তিনে নামবেন অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন।
এরপর চারে নামবেন হার্ড হিটার রিয়ান পরাগ, যিনি চলতি আইপিএলে বেশ ভালো ফর্ম দেখিয়েছেন। পাঁচে নামবেন ক্যারিবিয়ান ব্যাটার শিমরন হেটমায়ার। আর ছয়ে নামতে পারেন উইকেটকিপার ধ্রুব জুরেল।
আরও পড়ুন - ব্রাজিল খেলছে, আমরা কেন খেলছি না! আক্ষেপ প্রকাশ করলেন এমি মার্টিনেজ
এরপর বোলিংয়ের কথা বললে, পেস ব্রিগেডের দায়িত্ব সামলাবেন ট্রেন্ট বোল্ট ও আভেশ খান। আর মাঝের ওভারে নিজের মিডিয়াম পেস দিয়ে প্রতিপক্ষকে বেঁধে রাখবেন সন্দীপ শর্মা। আর স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের দুরন্ত জুটি বিপদে ফেলতে পারে মুম্বাইয়ের ব্যাটারদের।
আরও পড়ুন - পরিচয় লুকিয়ে বিনা পয়সায় অটোতে ঘুরলেন এই কেকেআর তারকা! তারপর কী হল?
ইমপ্যাক্ট সাব হিসেবে প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গার নইলে ক্যারিবিয়ান হার্ড হিটার রভমন পাওয়েলের মধ্যে একজনকে খেলাতে পারে রাজস্থান।
যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, আভেশ খান, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট সাব - নান্দ্রে বার্গার / রভম্যান পাওয়েল।