"আইপিএল একটি সার্কাস", বক্তা আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০১৫ সালের পর আবারও আইপিএলে বল হাতে ঝড় তুলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে। ২৪ কোটি ৭ লক্ষ টাকার বিনিময় কলকাতা নাইট রাইডার্স দল তাকে নিয়েছে। দীর্ঘদিন বাদে আইপিএলে খেলার জন্য স্বাভাবিক ভাবেই উৎসুক স্টার্ক। তবে তার মনের কথা বলতে গিয়েই আইপিএলকে তিনি সার্কাস বলে বসেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার্ক বলেন, "আইপিএলে অনেক নতুন ক্রিকেটারের সাথে খেলব। এমন কয়েক জন ক্রিকেটারের সঙ্গে খেলব যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। আমি খুবই উত্তেজিত। আমার কাছে এটা নতুন একটা চ্যালেঞ্জের মতো। খুব মজা হবে। দেশের সেরা টি-টোয়েন্টি লিগ কিছুটা সার্কাসের মতো। আমি সেখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"
অন্যদিকে ২০১৮ সালে কলকাতা তাকে সই করালেও তিনি সেই আইপিএলে খেলতে পারেননি। তবে আইপিএলে ফিরছেন কেকেআরের হয়েই।
আরও পড়ুন- প্রথম ভারতীয় প্যারা সুইমার হিসাবে রবেন আইল্যান্ড পার করলেন বাংলার রিমো সাহা
এই বিষয় স্টার্ক বলেছেন, "আট বছর আগে খেলেছিলাম। ২০১৮ সালে কেকেআরের হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। আবার সেখানেই ফিরছি। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে।"