সিএসকের দাপটে ধরাশায়ী গুজরাত! চিপকে জয় অব্যাহত সুপার কিংসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ঘরের মাঠে একতরফা জয় চেন্নাই সুপার কিংসের। ৬৩ রানে গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএলের প্রথম দুই ম্যাচেই বড় জয় সুপার কিংসের।
আরও পড়ুন: এগিয়ে থেকেও প্রত্যয়ী আফগানদের কাছে হার মানল ব্লু টাইগার্স
টসে জিতে শুভমন গিল প্রথমে ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমে ঝড় তোলেন ঋতুরাজ ও রাচিন রবীন্দ্র। ওপেনিং জুটিতেই করেন ৬২ রান। ৩৬ বলে ৪৬ রান করে জনসনের বলে আউট হন ঋতুরাজ। ২০ বলে ৪৬ রান করে রাচিন রবীন্দ্র আউট হন রশিদ খানের বলে। অজিঙ্কা রাহানে ১২ রান করে সাজঘরে ফেরেন। এরপর ব্যাট করতে নেমে ঝড় তোলেন শিবম দুবে। মাত্র ২৩ বলে ৫১ করেন তিনি। এরপর সিএসকের রানের গতি বাড়ালেন মিচেল এবং সমীর রিজভি। আইপিএলে অভিষেক হওয়া সমীর ৬ বলে ১৪ রান করলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৬ রান করে চেন্নাই।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন গুজরাত অধিনায়ক শুভমন গিল। ৫ বলে ৮ রান করে দীপক চাহারের বলে আউট হন গিল। এরপর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন ঋদ্ধিমান সাহা। ১৭ বলে ২১ রান করে চাহারের বলেই আউট হন তিনি। পরিবর্ত হিসাবে নামা সাই সুদর্শন তিন নম্বরে নেমে ৩১ বলে ৩৭ রান করেন। মিডল অর্ডারের দুই ব্যাটার বিজয় শঙ্কর(১২) ও মিলারও(২১) বড় রান পেলেন না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করেই থামতে হয় গুজরাতকে।