পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অভিযান শুরু করল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরে জয় দিয়েই যাত্রা শুরু করল ভারত। সোমবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে রোহিত শর্মার ভারত প্রথমে ব্যাট করে ৩৫৬ রান করে।জবাবে ৩২ ওভারে ১২৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে শচীন তেন্ডুলকরের এই রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি
রবিবার শুরু হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ২৪.১ ওভার খেলা হওয়ার পর আর খেলা হয়নি। সেই সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৪৭। । ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। সোমবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন কোহলি ও রাহুল। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন বিরাট কোহলি। এছাড়া ১১১ রান করেন কেএল রাহুল। শুভমন গিল ৫৮ ও রোহিত শর্মা ৫৬ রান করেন। ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত।
বড় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। ফকর জামান, ইমাম উল হক, বাবর আজম, মহমম্দ রিজওয়ানরা নিয়মিত ব্যবধানে সাজঘরে ফিরতে থাকেন। ৩৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন কুলদীপ যাদব।