অবসর ভেঙে ক্রিকেটে ফিরে নয়া রেকর্ড গড়লেন বেন স্টোকস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপের কথা মাথায় রেখে অবসর ভেঙে ওয়ান ডে ক্রিকেটে ফিরেছেন বেন স্টোকস। আর ওয়ান ডে ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে গড়লেন রেকর্ডও।নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেন তিনি। অবসর ভেঙে এক দিনের ক্রিকেটে ফেরার পর স্টোকসের প্রথম শতরান ছিল এটি। সেই সঙ্গে রেকর্ডও গড়েছেন স্টোকস।
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে নজর কারলেন শ্রেয়াস আইয়ার
ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন তিনি। ওভালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ১২৪ বলে ১৮২ রানের ইনিংস খেলেন বেন স্টোকস। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সেরা ব্যক্তিগত স্কোর স্টোকসের ১৮২ রান। তাঁর আগে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ স্কোর ছিল জেসন রয়ের।
তিনি ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮০ রান করেছিলেন। এদিন স্টোকস পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নিজের ও দলের সেরা ব্যক্তিগত স্কোরও করেছেন। তাঁর এদিনের ইনিংসে ছিল নয়টি ছয় ও ১৫টি চার।