বকেয়া মেটাল ক্লাব, পঞ্জাব ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী মহামেডান কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পরপর দুমাচে ড্র করার পর রবিবার রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে মহামেডান স্পোর্টিং। মাঠে নামার আগে ফুটবলারদের বেতন সমস্যা মিটিয়ে দিলেন ক্লাব কর্তারা। তারা নিজেরা প্রায় ৪০ লক্ষ টাকা জোগাড় করে ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দিয়েছেন। ফলে রবিবার ফুটবলাররা স্বস্তিতে মাঠে নামতে পারবেন টা বলাই যায়।
পঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে সাদা কালো কোচ জোসে হেভিয়া সমীহ করছেন প্রতিপক্ষকে। শেষ ম্যাচে পঞ্জাব ম্যাচটি হেরে গেলেও তারা যথেষ্ট শক্তিশালী, তা মেনে নিচ্ছেন স্প্যানিশ কোচ। তাঁর কথায়, ‘ওরা রেজাল্ট পায়নি মানেই খারাপ নয়। যথেষ্ট শক্তিশালী দল পঞ্জাব। তারা জেতেনি মানে তাদের ছোট করার কোনও জায়গা নেই। কারণ তারা নতুন গেম প্ল্যান নিয়ে আসবে।’
তবে তারা কোনোভাবেই পাঞ্জাবকে ছেড়ে কথা বলবে না তাও জানাতে ভুললেন না হেভিয়া। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচের কথায়, ‘ আমরা ম্যাচটা জেতার পুরো চেষ্টা করবো। আমাদের ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে। আমরা সেই ক্ষমতা দিয়ে জেতার চেষ্টা করবো। পঞ্জাব কঠিন প্রতিপক্ষ হলেও অপ্রতিরোধ্য নয়। আমাদের দলে ম্যাচের রং বদলে দেওয়ার মতো রসদ রয়েছে।’
কোচের কথাতেই স্পষ্ট তারা ম্যাচটা জিততে মরিয়ে। শেখ ফৈয়াজ, প্রীয়ন্ত সিংরা ফিরলে জয়ে ফিরতে পারে কিনা মহামেডান, সেটাই দেখার।