আমরা এখনও কিছুই জিতিনি! লিগ শীর্ষে থেকেও সতর্ক জাভি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে কাদিজকে ২-০ ফলে হারায় এফসি বার্সিলোনা। আর এর জেরে লা লিগায় নিজেদের শীর্ষস্থান বজায় রাখল বার্সিলোনা। রিয়াল মাদ্রিদের সাথে ৮ পয়েন্টের ব্যবধান গড়ল বার্সিলোনা।
যদিও শীর্ষে থেকেও সতর্ক বার্সিলোনা হেড কোচ জাভি। তিনি মনে করছেন, এখনও অনেক পথ বাকি। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে গোটা দলকে।
এই নিয়ে জাভি বলেছেন, "আমরা অনেক জায়গায় ভালো করছি। আক্রমণ ও রক্ষণে আমাদের সংখ্যাগুলো খুব খুব ভালো। তবে এখনও আমরা কিছুই জিতিনি। লিগে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে আমরা খুব ভালো জায়গায় রয়েছি, তবে এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। তবে আমরা খুশি।"
সের্জি রবের্তো ও রবার্ট লেওয়ানডস্কির গোলে কাদিজকে হারায় বার্সিলোনা। এই জয়ের ফলে টানা ১৮টি ম্যাচে অপরাজয়ের দৌড় বজায় রাখল বার্সা। আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ইউরোপা লিগে নামবে বার্সিলোনা।