কেন রিয়াল মাদ্রিদের সদস্যরা হাজির হননি ফিফা দ্য বেস্ট পুরষ্কারে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বর্ষসেরা 'দ্য বেস্ট' পুরষ্কার প্রদানের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ী দল রিয়াল মাদ্রিদের হেড কোচ কার্লো আনসেলোত্তি সহ ফুটবলাররা।
আর এখানে প্রশ্ন উঠছে, কেন এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রিয়াল মাদ্রিদের তারকারা? যেখানে বর্ষসেরা ফুটবলারের সেরা তিনে ছিলেন করিম বেঞ্জেমা, বর্ষসেরা গোলকিপারের সেরা তিনে ছিলেন থিবো কুর্তোয়া এবং সেরা কোচের দৌড়ে ছিলেন কার্লো আনসেলোত্তি। এমনকি বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন কুর্তোয়া, লুকা মদ্রিচ ও বেঞ্জেমা।
এর কারণ হিসেবে বেশ কিছু বিষয় উঠে এসেছে। তবে অন্যতম প্রধান বিষয়টি হল আগামী বৃহস্পতিবার কোপা ডেল রে-এর সেমি ফাইনাল ম্যাচ, যেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এফসি বার্সিলোনা। একাধিক ইউরোপীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সেই ম্যাচের প্রস্তুতির কারণে দ্য বেস্ট পুরষ্কার অনুষ্ঠানে গরহাজির ছিল রিয়াল মাদ্রিদ দল।
তবে আরও একটি কারণ সামনে আসছে, যা বেশ বিতর্কিত। একাধিক স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট ধরেই নিয়েছিল যে বর্ষসেরার কোনও ব্যক্তিগত পুরষ্কার জিতবে না তারা। সেই কারণে ফুটবলার ও কোচকে সেই অনুষ্ঠানে না যাওয়ার বার্তা দেন রিয়াল কর্তারা। পাশাপাশি বর্ষসেরা দলে ভিনিসিয়াস জুনিয়র মনোনীত না হওয়ায় অখুশি রিয়াল কর্তারা। যে কারণে একপ্রকার বয়কট করেছে তারা, এমনটাই স্প্যানিশ মিডিয়ার দাবি।