নতুন মরশুমে কোথায় খেলবেন আনাস ও সন্দেশ ঝিঙ্গান? শুরু হয়েছে জোর জল্পনা...

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমে কোন ক্লাবে খেলতে পারেন আনাস ও সন্দেশ ঝিঙ্গান? এই নিয়ে শুরু হয়েছে এখন জোর আলোচনা।
আনাসকে নাকি নিতে পারে ইস্টবেঙ্গল। এমনটাই শোনা যাচ্ছে। যদিও এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আর সন্দেশকে নাকি নেওয়ার ব্যাপারে আসরে নেমেছে মোহনবাগান-এটিকে।
মরশুম শেষ হতেই আনাসকে ছেড়ে দিয়েছে এটিকে। এখন তিনি ফ্রি ফুটবলার। তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য মোহনবাগান-এটিকের লক্ষ্য সন্দেশ। যদিও সন্দেশকে পেতে আগ্রহী মুম্বাই সিটি এফসিও।
কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি ছিল সন্দেশের। কিন্তু সেই চুক্তি ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। তাঁর সঙ্গে ক্লাবের বনিবনা না হওয়ায়।
হাবাস বরাবরই রক্ষণের ব্যাপারে সচেতন। পারিবারিক সমস্যার জন্য আগুসকে তারা পাবে না ধরেই নিয়েছে। জন জনসন ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। স্বদেশি ডিফেন্ডারের মধ্যে আনাসকে তারা ছেড়েই দিয়েছে। ফলে সন্দেশ যে তাদের স্বাভাবিক পছন্দের তা আর বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় ও ক্লাব ফুটবলে এই দুই ডিফেন্ডার যথেষ্ট অভিজ্ঞ। এদের নিতে ভারতের যে কোন ক্লাব যে আগ্রহী হবে - সেটাই স্বাভাবিক। এখন দেখার শেষ পর্যন্ত কোন ক্লাবে যান এই দুই ডিফেন্ডার।