লিগ সিইও সুনন্দ ধর'কে কী নির্দেশ দিল এফএসডিএল? জানতে পড়ুন...

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার এফএসডিএলের তরফ থেকে লিগ সিইও সুনন্দ ধর'কে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আইএসএলের আগে যেন কোনওভাবেই আই লিগের সূচি প্রকাশ করা না হয়। সূত্র মারফত জানা গিয়েছে, এফএসডিএলের তরফ থেকে লিগ সিইও সুনন্দ ধর'কে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। দুটো প্রতিযোগিতা দুই আলাদা শহরে আয়োজিত হবে। দুটো প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেলও আলাদা। ২৩ নভেম্বর থেকে আইএসএল শুরু হবে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আই লিগ শুরু হওয়ার কথা। তাহলে কেন এফএসডিএলের তরফ থেকে লিগ সিইও'কে এমন নির্দেশ দেওয়া হল! ইস্টবেঙ্গলের জন্যই কি অপেক্ষা করছে এফএসডিএল!
এদিকে ইতিমধ্যেই আইএসএলে আপাতত দশটা দলের জার্সি প্রকাশের পাশাপাশি ক্রীড়াসূচি প্রকাশের ব্যাপারটাও পিছিয়ে গিয়েছে। আগামী ৩১ আগস্টের বদলে সম্ভবত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সূচি প্রকাশিত হতে পারে। ফলে আরও কয়েকদিন সময় পেল ইস্টবেঙ্গল। এবার এই সময়ের মধ্যে এফএসডিএল যদি ইস্টবেঙ্গলকে ২০২০-২১ মরসুমে আইএসএল খেলার বিষয়ে 'গ্রীন সিগন্যাল' দিয়ে দেয়, তাহলেই তাদের তরফ থেকেই গোটা ব্যাপারটা ঘোষণা করা হবে।
এই মুহূর্তে অগুনিত ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে রয়েছে একাধিক প্রশ্ন! ইনভেস্টরের নাম ঘোষণা থেকে শুরু করে চলতি মরসুমে আইএসএল খেলার সম্ভাবনা কতটা? সমর্থকদের মনে আরও একটা প্রশ্ন রয়েছে। সবকিছু ঠিক হয়ে গেলেও, ঘোষণা করতে এত দেরি কেন? সূত্র মারফত জানা গিয়েছে ইস্টবেঙ্গলের কাছে এফএসডিএলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও 'গ্রীন সিগন্যাল' আসেনি। তাই তাদের অনুমতি না পেলে লাল-হলুদের তরফ থেকে সরকারি ঘোষণা সম্ভব নয়। পুরো ব্যাপারটার মধ্যে যেহেতু এফএসডিএল জড়িয়ে আছে তাই তাদের নির্দেশ না এলে ইস্টবেঙ্গল ক্লাব ও তাদের নতুন ইনভেস্টর কোনওভাবেই এই ঘোষণা করতে পারবে না। এদিকে শোনা যাচ্ছে শুক্রবার ক্লাবে একটি ভার্চুয়াল মিটিং আছে। সেখানে লাল-হলুদ কর্তাদের পাশাপাশি এফএসডিএলের প্রতিনিধি ও ইনভেস্টর কোম্পানির লোকজন উপস্থিত থাকবেন। সেই মিটিংয়েও সরকারি ঘোষণার দিনক্ষণ নিয়ে আলোচনা হতে পারে।
পাশাপাশি আরও একটা বিষয় উঠে আসছে। কোভিডের জন্য চারিদিকে আর্থিক মন্দা চলছে। এমন কঠিন সময় কোনও বড় সংস্থা কোনও ক্লাবে বিনিয়োগ করতে গেলে চাইবে সেই দল যেন দেশের সর্বোচ্চ স্তরে খেলুক। এফএসডিএল'ও সেই ব্যাপারটা বেশ জানে। তাই সরকারি ঘোষণার স্রেফ সময়ের অপেক্ষা। এবং এই মুহূর্তে সেটা এফএসডিএলের হাতে রয়েছে। তাই অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।