লুকা মদ্রিচকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাল লিভারপুল সমর্থকরা, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যানফিল্ডে লিভারপুলকে ৫-২ ফলে হারায় রিয়াল মাদ্রিদ। ১৪ মিনিটে ০-২ ফলে পিছিয়ে থেকেও পাঁচ গোল দেয় মাদ্রিদ।
এই ম্যাচে আবারও অসাধারণ পারফর্ম করেন সুপারস্টার মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৩৭ বছরের এই ক্রোয়েশিয়ান ফুটবলারের বিশ্বমানের পারফর্মেন্সে এই কামব্যাক সম্ভব রয়েছে রিয়ালের। প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে মদ্রিচের ফ্রিকিক থেকে হেড করে দলকে এগিয়ে দেন এডের মিলিটাও।
কিন্তু ম্যাচ হেরে যাওয়া সত্ত্বেও মদ্রিচের এই দুর্দান্ত খেলাকে সম্মান জানাতে কোনও কার্পণ্য করেননি লিভারপুল সমর্থকরা। যখন মদ্রিচ মাঠ ছেড়ে বেরচ্ছিলেন, তখন তার নামে স্লোগান দিয়ে উঠে দাঁড়িয়ে অভিবাদন দিচ্ছিলেন অ্যানফিল্ডে উপস্থিত লিভারপুল সমর্থকরা।
দেখুন ভিডিও -