তুরস্ক ভুমিকম্প: আক্রান্তদের জন্য সাহায্যের হাত বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার তুরস্কের মাটি, আচমকাই কেঁপে ওঠে ৭.৭ ম্যাগনিটিউডে। আর তাতেই, মুহুর্তের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয় তুরস্ক, সিরিয়া এবং সংলগ্ন অঞ্চল। প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। শত শত মানুষ আহত, এমনকি নিখোঁজের সংখ্যাও প্রচুর। নিজের দেশের মানুষদের সাহায্যের জন্য এবার এগিয়ে এসেছেন তুরস্কের পেশাদার ফুটবলার মেরি ডেমিরাল। এবং তার পাশে দাড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এর আগেও মানুষের বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানোকে। এবারও তুরস্কের মানুষ বিপদে পরতে সাহায্যের জন্য দ্বিতীয় বার ভাবেন নি রোনাল্ডো।
রোনাল্ডো ভূমিকম্পে আক্রান্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছেন, এই কথা জানিয়েছেন ডেমিরাল নিজে। ডেমিরাল নিজের টুইটার অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করে জানিয়েছেন, "আমি সবে মাত্র ক্রিশ্চিয়ানোর সাথে কথা বললাম। তিনি জানিয়েছেন তিনি তুরস্কের এই ঘটনার কথা জানতে পেরে অত্যন্ত দুঃখিত। আমরা রোনাল্ডোর সই করা জার্সি নিলামে তুলতে চলেছি। এই জার্সি আমার সংগ্রহে ছিল। নিলাম থেকে সংগ্রহ সমস্ত টাকা ব্যবহার করা হবে ভূমিকম্প স্থলে।"
ডেমিরাল আরও জানিয়েছেন ভূমিকম্পে আক্রান্ত মানুষদের পাশে রোনাল্ডোর পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন তাঁর আরও এক প্রাক্তন জুভেন্টাস সতীর্থ। জুভেন্টাসের কিংবদন্তী ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি নিজের সই করা জার্সি দান করেছেন নিলামের জন্য। ডেমিরাল টুইট করে জানিয়েছেন, "আমি বনুচ্চির সাথে কথা বলেছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তুরস্কের মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে তিনি তাঁর সই করা জুভেন্টাসের একটি জার্সি দান করছেন।"