হ্যাঁ, চার্চিলেই যাচ্ছেন বাগানের বাজপাখি শিল্টন পাল...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: এক্সট্রা টাইমের খবরে সরকারি সিলমোহর। চার্চিল ব্রাদার্সের জার্সি পরতে চলেছেন বাগানের বাজপাখি। ১৪ বছরের সম্পর্ক ছিন্ন হল মোহনবাগানের সঙ্গে। শিল্টন পাল গোয়ার দলটিতে যোগ দিচ্ছেন। নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়ে ময়দানি লড়াইয়ের বার্তা দিলেন। প্রোফাইল পিকচারে লেখা নিউ চ্যাপ্টার বিগিনস অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনা।
প্রোফাইল পিকচারের কমেন্ট বক্সে ভালোবাসায় ভাসাচ্ছেন বাগান সমর্থকরা। মোহনবাগান এক শীর্ষ কর্তা সাহস জুগিয়েছেন । ফিরে আসার শক্তি দিয়েছেন। চার্চিল জার্নি ভালো হোক এমনই মন্ত্র দিয়েছেন।