মানবিকতার বড় পরিচয়, অ্যাকাডেমির শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা সঞ্জু প্রধানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মানবিকতার বড় পরিচয় দিলেন প্রাক্তন ভারতীয় তারকা মিডফিল্ডার সঞ্জু প্রধান। একসময় বাংলা তথা গোটা ভারতবর্ষে দাপিয়ে খেলেছেন সঞ্জু। ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছেন বহু বছর। জাতীয় পর্যায় ট্রফি সহ জাতীয় দলের জার্সিতেও রয়েছে ট্রফি। যত বড় মাপের ফুটবলার ছিলেন সঞ্জু ঠিক ততোটাই বড় মনের মানুষ সঞ্জু প্রধান। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন সঞ্জু যা দেখলে আপনার মন জয় করে নেবেন সিকিমের এই ৩৪ বছর বয়সী ফুটবল প্রিয় মানুষটি।
প্রসঙ্গত নিজের একটি ফুটবল অ্যাকাডেমি চালান সঞ্জু প্রধান। ভবিষ্যতের তারকাদের তুলে আনার জন্য অনবরত পরিশ্রম করে চলেছেন তিনি। ২০১৩ সালে সঞ্জু ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন সঞ্জু। সিকিমের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার তুলে আনাই লক্ষ্য তাঁর। সেই ফুটবল অ্যাকাডেমির খুদে খুদে ফুটবলারদের নিয়েই রাত্রিবেলা নিজের বাড়িতে একসাথে বসে ভাত খেলেন সঞ্জু।
খবর অনুযায়ী, সঞ্জুর নিজের আড়াই বছরের ছেলে বর্তমানে হৃদয়ের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি। ছেলেকে নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তায় রয়েছেন তিনি। তবে এই চিন্তার মাঝেও অ্যাকাডেমির শিশুদেরকে নিজের কাছে টেনে নিয়ে একসাথে খাওয়া দাওয়া অবশ্যই বড় মনের পরিচয় দেয়। ভিডিওতে সঞ্জু লিখেছেন সঞ্জু ফুটবল অ্যাকাডেমির হোস্টেলের শিশুদের সাথে একই ছাদের তলায় রাতের খাওয়া দাওয়া।
ফুটবলার জীবনে সঞ্জু প্রধান ইস্টবেঙ্গলের হয়ে জিতেছেন ফেডারেশন কাপ, সুপার কাপ। এটিকের হয়ে জিতেছেন আইএসএল। এছাড়াও ভারতের হয়ে জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ। বর্তমানে তিনি লড়ছেন অন্য লড়াই।