চোটের কারণে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সম্পূর্ণ ম্যাচ খেলতে পারেননি, ড্রেসিংরুমে ডি পলকে সেদিন কি বলেছিলেন মেসি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথ খুব একটা সহজ ছিল না। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে তারা প্রায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল, কিন্তু মেক্সিকো এবং পোল্যান্ডের বিরুদ্ধে জয় আর্জেন্টিনাকে নকআউট পর্যায়ে পৌঁছে দেয়।
বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের একটা বড় অংশ ছিল লিওনেল মেসি। প্রাক্তন বার্সেলোনা তারকা বিশ্বকাপে মোট ৭ টি গোল করেছিলেন এবং আরও ৩ টি এসিস্ট করেছিলেন, তবে মেসির নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা সম্ভবত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই টুর্নামেন্টে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিবিরে চোখ রাখলে প্রায়শই দেখা যেত এই দুজনকে। ডি পল ও লিওনেল মেসি। তাদের একসঙ্গে ছবি বোধহয় সবচেয়ে বেশিবার ক্যামেরা বন্দি হয়েছে। যার ফলে ডি পল ও মেসিকে দু-জন দুজনের 'বডিগার্ড' বলে কৌতুক করা হয়েছিল।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের আগে চোট ছিল ডি পলের। যদিও তিনি ৬৬ মিনিট খেলেছিলেন ওই ম্যাচ। কিন্তু ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার বিরতির মাঝে ডি পল ড্রেসিংরুমে গিয়ে মেসিকে বলেন তার চোটের ব্যাপারে।মেসিকে বিষয়টি সম্পর্কে বলার পর তিনি জানান, "চোটের ঝুঁকি না বাড়াতে"। মেসি বলেন,"তোমার খেলার দরকার নেই। আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে যাচ্ছি।"
বিশ্বকাপে হয়তো এটাই আমার শেষ ম্যাচ হতে পারত। কিন্তু মেসি আমায় বলেছিল,"আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে সেমিফাইনালে নিয়ে যাবো কিন্তু ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমি তার বিরোধিতা করব কিনা তা জানতাম না। এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল আমার কাছে। কারণ তিনি আমাকে অধিনায়ক হিসেবে বলেনি, বন্ধু বা বড় ভাই হিসেবে বলেছিলেন।
এরপর ডি পল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনাল দুই ম্যাচেই মাঠে নেমেছিলেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডারের কাছে এখন বিশ্বকাপ জয়ের পদক রয়েছে।