অল্পের জন্য বড় বিপদের হাত থেকে বাঁচলেন লিও মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ ১৬ এর ম্যাচে বায়ার্ন মিউনিখ তাদের ঘরের মাঠে পিএসজিকে ২-০ গোলে পরাজিত করে। নেইমারহীন পিএসজি মেসি, এমবাপ্পেদের নিয়েও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। দেশের হয়ে সাফল্য এলেও শেষ কয়েক মরশুম ধরেই ক্লাব ফুটবলে সেরকম সাফল্যের সম্মুখীন হননি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে শেষ কয়েক বছর ধরেই তিনি তাঁর দলকে জেতাতে ব্যর্থ।
তবে অ্যালিয়াঞ্জ এরিনা স্টেডিয়ামে পরাজয়ের পাশাপাশি এক তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হতে বাঁচেন 'এল এম ১০'।
ঘটনাটি ঘটে ম্যাচ শেষে। বায়ার্নের কাছে পরাজয়ের পর হতাশ লিও সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন। এমন সময়েই এক অতি উৎসাহী সমর্থক ঢুকে পড়েন মাঠে। এবং সোজা চলে যান তার প্রিয় ফুটবলার মেসির কাছে। কিন্তু নিজের অসাধারণ রিফ্লেক্স এবং কিছুটা ভেজা ঘাসের সৌজন্যে বড় সড় আঘাত পাওয়া থেকে বাঁচলেন মেসি। কারণ তাঁর যে ভক্ত তাকে একবার ছুঁতে দৌড়ে আসছিলেন, সেই ভক্ত সোজা পা পিছলে লিওর শরীরের দিকে ছিটকে আসেন। এবং তার পিছনে দৌড়ে আসা রক্ষাকর্মীরাও পর পর ঝাপিয়ে পড়েন সেই ব্যক্তির গায়ের উপর। এবং ফুটবল খেলায় যেমন মেসি একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে যান তেমনই সেই ভক্ত ও রক্ষাকর্মীদের কাটিয়ে তিনি বেরিয়ে আসতে সফল হন।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়া মেতে ওঠে মেসির রিফ্লেক্স নিয়ে।