এক্সক্লুসিভ: সরকারিভাবে বিচ্ছেদের দিকে আরও এক ধাপ এগোল ইস্টবেঙ্গল...

কলকাতা: ইস্টবেঙ্গলের পাঠানো ড্রাফট এগ্রিমেন্টকে গ্রিন সিগন্যাল কোয়েসের। কয়েকদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যে ড্রাফট এগ্রিমেন্টের কাগজপত্র পাঠানো হয়েছিল, শোনা যাচ্ছে সেই কাগজপত্র নিজেদের আইনি উপদেষ্টাদের দেখিয়ে আবার ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দিয়েছে কোয়েস। বৃহস্পতিবার সেই কাগজটি আর ড্রাফট রইল না, সরকারি কাগজে যাবতীয় সই সাবুদ করে কোয়েসের অফিসে পাঠিয়ে দেওয়া হয় লাল-হলুদের তরফ থেকে।
সূত্রের খবর, এখন শুধুমাত্র কোয়েসের তরফের সই টুকু বাকি। বহু প্রতীক্ষিত এনওসি পেতে আর হাতে গোনা কয়েকদিন মাত্র লাগতে পারে। এখন প্রহর গুনছে ইস্টবেঙ্গল। এনওসির পর ক্লাব লাইসেন্সিং ফিরে পাওয়া এবং আইএসএলের জন্য ঝাঁপিয়ে পড়া। ইস্টবেঙ্গলের অন্দরে দারুন কর্মযজ্ঞ চলছে। কর্তাদের তৎপরতা তুঙ্গে।